Rinku Singh: রিঙ্কু সিং অ্যাকাডেমি করছেন গরিব ক্রিকেটারদের জন্য! বিরাট কোহলির ১ কোটি ফিরিয়ে দিলেন

Last Updated:

রিঙ্কু নিজেই জানেন ক্রিকেট বড় লোকের খেলা। কিটসের দাম প্রচুর। অনেক গরীব প্রতিভা এই জায়গা থেকে উঠতে পারে না

রিঙ্কু সিং তৈরি করছেন একাডেমি
রিঙ্কু সিং তৈরি করছেন একাডেমি
আলিগড়: রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেটে এক লড়াইয়ের কাহিনী। তার উঠে আসার গল্প জানেন না এমন লোক নেই দেশে। কিন্তু রিঙ্কু নিজে চান তার মতো প্রতিভা গরিব ঘর থেকে আরও উঠে আসুক। তার জন্য এক পদক্ষেপ নিয়েছেন তিনি। আয়ারল্যান্ড সফর থেকে ফিরে রিঙ্কু সিং বলেছেন, আমি টিম ইন্ডিয়ার জার্সি পরার সুযোগ পেয়েছি। বাড়ি ফেরার পর বাবা-মাকেও জাতীয় দলের জার্সি পরিয়ে দিয়েছিলাম। ওখান থেকেই তো সব কিছুর সূচনা।
এক বন্ধুর সঙ্গে মিলে আলিগড়ে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন রিঙ্কু। নিজের কেরিয়ারের পাশাপাশি অ্যাকাডেমিতেও সময় দেন। সেপ্টেম্বর মাসে শুরু হবে এশিয়া গেমস। অভিষেক সিরিজে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন আয়ারল্যান্ড এর বিরুদ্ধে। বিদেশ সফর থেকে ফিরে বাবা ও মাকে উপহার দিয়েছেন ভারতীয় দলের জার্সি। আবেগী রিঙ্কু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
advertisement
advertisement
আলিগড়ের ২৫ বছরের ক্রিকেটার জানেন, তিনি এখন আর আম নন, খাস হয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরলেই লোকে ছেঁকে ধরে। আগে সেভাবে লোকজন চিনতেন না রিঙ্কুকে। এখন তাঁর অটোগ্রাফ, সেলফির জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পথঘাটে এখন একা বেরতে পারেন না রিঙ্কু সিং। রিঙ্কু ভবিষ্যতে ভারতীয় দলের সদস্য হতে চান নিয়মিত। কিন্তু আপাতত যাতে গরিব ক্রিকেটাররা উঠে আসার ক্ষেত্রে বাধা না পান সেদিকে মন দিয়েছেন রিঙ্কু।
advertisement
নিজের অনেক পয়সা লাগিয়েছেন অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে। এক্ষেত্রে তাকে যুবরাজ এবং বিরাট কোহলি টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু রিঙ্কু নেননি। তার মনে হয়েছে এটা তিনি একাই তৈরি করবেন। যত মানুষ আছে তারা সকলেই চান তরুণ প্রতিভা উঠে আসুক। রিঙ্কু নিজেই জানেন ক্রিকেট বড় লোকের খেলা। কিটসের দাম প্রচুর।
অনেক গরীব প্রতিভা এই জায়গা থেকে উঠতে পারে না শুধু এত টাকা খরচের কারণে। তার নিজের ক্ষেত্রেও এই সমস্যা ছিল। রিঙ্কু আশাবাদী তিনি যে প্রচেষ্টা নিয়েছেন সেই প্রচেষ্টা সফল হবে। এটা তিনি ভালবেসে করছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: রিঙ্কু সিং অ্যাকাডেমি করছেন গরিব ক্রিকেটারদের জন্য! বিরাট কোহলির ১ কোটি ফিরিয়ে দিলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement