রিও অলিম্পিকে ভারতীয় দলের ‘প্রিন্সিপ্যাল পার্টনার’ রিল্যায়েন্স জিও

Last Updated:

আসন্ন রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল সার্ভিস সংস্থা ‘রিল্যায়েন্স জিও’ ৷

#মুম্বই: আসন্ন রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল সার্ভিস সংস্থা ‘রিল্যায়েন্স জিও’ ৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ‘প্রিন্সিপ্যাল পার্টনার’ নির্বাচিত হয়েছে জিও ৷ অর্থাৎ আসন্ন অলিম্পিকে, বিশ্বের খেলাধূলার সবচেয়ে বড় ইভেন্টে ভারতীয় দলকে স্পনসর করবে রিল্যায়েন্স ৷ দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে এমনিতেই নানাভাবে সাপোর্ট করে আসছে রিল্যায়েন্স ৷ এবার অলিম্পিকের আগে আইওএ-র সঙ্গে এই পার্টনারশিপ নিঃসন্দেহে সংস্থার একটা বড় পদক্ষেপ ৷
ভারতের খেলাধূলার ইতিহাসে রিল্যায়েন্সের ভূমিকা অপরিসীম ৷ গত তিন দশক ধরেই দেশের নানা স্পোর্টিং ইভেন্টের সঙ্গে যুক্ত মুকেশ আম্বানির সংস্থা ৷ অতীতে ভারতের ফুটবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করেছে রিল্যায়েন্স ৷ এর পাশাপাশি সংস্থার সিএসআর নীতি হিসেবে তৈরি হয়েছে রিল্যায়েন্স ফাউন্ডেশন ৷ যারা দেশের খেলাধূলার তৃণমূল স্তর থেকে উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ৷ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্যালেন্ট খুঁজে আনার কাজে এই সংস্থা বদ্ধপরিকর ৷ রিল্যায়েন্স জিও-র পক্ষ থেকে এদিন বলা হয়, ‘‘ রিও অলিম্পিকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত ৷ দেশের তরুণ অ্যাথলিটদের প্রতি আস্থা রেখেই সংস্থা খেলাধূলার জন্য কিছু করতে সর্বদা বদ্ধপরিকর ৷ দেশের যে অ্যাথলিটরা রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা প্রত্যেকেই ভারতের গর্ব ৷ আসন্ন অলিম্পিকে রিল্যায়েন্স সংস্থার পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের জন্যই অনেক শুভেচ্ছা রইল ৷’’
advertisement
(Disclosure: News18.com is part of Network18 Media & Investments Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio.)
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রিও অলিম্পিকে ভারতীয় দলের ‘প্রিন্সিপ্যাল পার্টনার’ রিল্যায়েন্স জিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement