Imran: ইমরানের বিকৃত যৌনতা নিয়ে অভিযোগ করেছিলেন প্রাক্তন স্ত্রী! গ্রেফতারির পর দিলেন বার্তা

Last Updated:
ইমরানের প্রাক্তন স্ত্রী মুখ খুললেন গ্রেফতারির পর
ইমরানের প্রাক্তন স্ত্রী মুখ খুললেন গ্রেফতারির পর
লাহোর: ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। আত্মজীবনীতে তিনি লিখেছেন, দলের নারী কর্মীদের বড় পদ দেওয়ার জন্য ইমরান তাঁদের থেকে যৌনসুবিধা আদায় করেন। ইমরানের বিকৃত যৌন বাসনা নিয়ে রেহাম অনেক কথাই বলেছেন। গতকাল রাজধানী ইসলামাবাদের হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন ইমরান খান। পুলিশ জানিয়েছে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার হতে হয়েছে।
ইমরানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা পথে নেমে আসেন। ছড়িয়ে পড়ে সংঘাত। ইসলামাবাদে জারি করা হয় ১৪৪ ধারা। করাচি, মুলতান, পেশোয়ারসহ বিভিন্ন শহরে বিক্ষোভ-ভাঙচুর হয়। হামলা হয় সেনানিবাসে।মুখ খুলেছেন তাঁর আগের স্ত্রী রেহাম খান। গতকাল মঙ্গলবার থেকে কয়েকটি টুইট করেছেন তিনি।
advertisement
advertisement
বলেছেন, তিনি দেশের সার্বভৌমত্ব ও পাকিস্তানিদের নিরাপত্তা চান। ইমরানের গ্রেপ্তারের খবর প্রকাশের পরপরই টুইট করেন রেহাম। লেখেন, এটা আনন্দ করার মুহূর্ত নয়, প্রতিফলনের মুহূর্ত। যাঁরা ২০১৮ সালে উদ্‌যাপন করেছিলেন, তাঁরা আজ শোক করছেন। পরিস্থিতির অবনতির খবর প্রকাশের পরে আরেকটি টুইটে রেহাম লেখেন, কারও প্রতি আমার ব্যক্তিগত প্রতিহিংসা নেই।
advertisement
আমার একমাত্র উদ্বেগ পাকিস্তানিদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে। আমাদের অর্থনীতিকে পঙ্গু করতে ও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বহিরাগত শক্তি বিভিন্ন ব্যক্তিদের ব্যবহার করেছে—এমন উদাহরণ ইতিহাসে আছে।২০১৫ সালের জানুয়ারিতে ইমরান বিয়ে করেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম খানকে। রেহাম পেশায় সাংবাদিক।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে ওই বছরের অক্টোবরে ভেঙে যায় দ্বিতীয় বিয়েটাও। রেহাম আরেকটি বিয়ে করেছিলেন। রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমান। তাঁরা ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৫ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন। রেহামের বহিরাগত শক্তি বলা কী ভারতের দিকে দৃষ্টি আকর্ষণ? অনেকেই কিন্তু এমন ইঙ্গিত পাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Imran: ইমরানের বিকৃত যৌনতা নিয়ে অভিযোগ করেছিলেন প্রাক্তন স্ত্রী! গ্রেফতারির পর দিলেন বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement