আজই মাঠে ফিরছেন তিনি, জানালেন রোনাল্ডো
Last Updated:
‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিগাসি’ পারফিউমের প্রচারে এসে সিআরসেভেন জানালেন, শনিবার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধেই মাঠে নামছেন তিনি।
#মাদ্রিদ : ইউরো কাপের ফাইনালে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ফাইনাল না খেলতে পারার দুঃখে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ যদিও তাঁর কান্না সেদিন বেশি সময় স্থায়ী হয়নি ৷ কারণ শেষ হাসি হেসেছিল তাঁর দল পর্তুগালই ৷ কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এখন অতীত ৷ শুরু হয়ে গিয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ালিফাইং পর্ব ৷ যেখানে রোনাল্ডোকে ছাড়াই খেলতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন পর্তুগিজরা ৷ হারও হজম করতে হয়েছে ইউরো চ্যাম্পিয়নদের ৷ প্রিয় ফুটবলারের চোটের কারণে তাই যথেষ্ট উদ্বিগ্ন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডো ফ্যানরা ৷ অবশেষে তাঁদের দুশ্চিন্তা দূর করলেন রোনাল্ডো নিজেই ৷ ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিগাসি’ পারফিউমের প্রচারে এসে সিআরসেভেন জানালেন, শনিবার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধেই মাঠে নামছেন তিনি।
মাদ্রিদে নিজের নতুন সুগন্ধি উদ্বোধন করতে এসে দারুণ খোশমেজাজে ছিলেন সিআর সেভেন। ভক্তদের অটোগ্রাফ বিলোনো, সেলফি তোলার আবদার মেটানোর ফাঁকেই স্প্যানিশ মিডিয়া তাঁকে প্রশ্ন করে, তিনি কি শনিবার নামবেন? শুনে রোনাল্ডো বলেন, ‘‘হ্যাঁ, হ্যাঁ ম্যাচটায় আমি খেলব’’।
শুক্রবার পুরোদমে প্র্যাকটিসও করেছেন রোনাল্ডো ৷ সতীর্থদের সঙ্গে যথেষ্ট খোশমেজাজেই দেখা যায় তাঁকে ৷ ফিটনেসের সঙ্গে সঙ্গে মাঠে নামার আত্মবিশ্বাসটাও যে ফিরে পেয়েছেন রোনাল্ডো সেটা তাঁর শরীরি ভাষাতেই ফুটে উঠেছে ।
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2016 11:28 AM IST