Champions League Final : ফুটবলের বড় ভক্ত নাকি? তাহলে আজ রাতে ঘড়িতে অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখুন
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Real Madrid strong challenge against Liverpool in champions League final. প্যারিসে আজ ফুটবলের মহাযুদ্ধ! ইউরোপ সেরার লড়াইয়ে রিয়েল বনাম লিভারপুল
#প্যারিস: ইউরোপের রাজা কে হবে? উত্তর পেতে রাত জাগতে হবে আজ ফুটবল প্রেমীদের। ভারতীয় সময় রাত ১২:৩০ থেকে শুরু হবে মেগা লড়াই। শনিবার প্যারিসের স্তেদ দ্যঁ ফ্রঁসেতে সেই বিপজ্জনক আনসেলোত্তির সামনে জুরগেন ক্লপের লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শুধু তাঁর জন্যই একটু হলেও এগিয়ে রাখতে হবে রিয়াল মাদ্রিদকে।
জিদান ছাড়ার পর সান্তিয়াগো বার্নাব্যুর দলটির ভোল বদলে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই লা লিগা ঘরে তুলেছে রিয়াল। তারচেয়েও বড় কথা, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মডরিচদের মধ্যে ফিরিয়েছেন হারানো আত্মবিশ্বাস। সীমিত সামর্থ্য নিয়েও আনসেলোত্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে অবিচল।
চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে পিএসজি, চেলসি এবং ম্যাঞ্চেস্টার সিটির মতো দলকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। এছাড়া পেডিগ্রির নিরিখেও মাদ্রিদের ক্লাবটি পিছনে ফেলবে লিভারপুলকে। পরিসংখ্যান বলছে, ১৩ বার ইউরোপ সেরা হয়েছে রিয়াল। পক্ষান্তরে, অ্যানফিল্ডের ক্লাবটি সেই সম্মান পেয়েছে ছ’বার।
advertisement
advertisement
The best of the best on the ultimate stage. 🙌
🔴🏆⚪️@LFC | @realmadrid | #UCLfinal pic.twitter.com/nWMv7oKArH — UEFA Champions League (@ChampionsLeague) May 28, 2022
শনিবার লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত আক্রমণাত্মক ফুটবল খেলবে না রিয়াল। বরং প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকবে। কার্ভাহাল-মেন্ডিদের ভুলভ্রান্তি ঢাকার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কাসেমিরো-ক্রুজদের। আর ভার্জিল ফন ডিক-রবার্টসনদের বিপদে ফেলার জন্য ভালভার্দে-বেনজেমা-ভিনিসিয়াস ত্রিভুজের উপরেই আস্থা রাখছেন আনসেলোত্তি।
advertisement
👊 #APORLA14 🔜 #UCLfinal pic.twitter.com/HdnSpLIIM6
— Real Madrid C.F. (@realmadrid) May 28, 2022
অভিজ্ঞ ইতালিয়ান কোচের যাবতীয় ছক উল্টে দেওয়ার জন্য লিভারপুল সারথি জুরগেন ক্লপের হাতিয়ার ‘গেগেনপ্রেসিং ফুটবল’। জার্মানিতে এই সিস্টেম ‘কাউন্টার প্রেসিং’ নামে পরিচিত। বলের দখল হারালেই তা দ্রুত ছিনিয়ে নেওয়াই লক্ষ্য থাকবে লিভারপুলের। আর এই ব্যাপারে ক্লপের দলের নিউক্লিয়াস হলেন হেন্ডারসন, ফাবিনহো ও থিয়াগো।
advertisement
আপফ্রন্টে মো সালাহ ও সাদিও মানে ছন্দে থাকলে রিয়ালের উপর চাপ বাড়বে। তবে এটাও ঠিক, ভার্জিল ফন ডিকের নেতৃত্বে লিভারপুল রক্ষণকে সামলাতে হবে বেনজেমাদের। দু’টি দলেরই রক্ষণে গলদ রয়েছে। তাই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতেই পারে।
একদিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা লিভারপুলের কাছে প্রতিশোধের। কয়েক বছর আগে ফাইনালে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হয়েছিল তাদের। আজ চাকা ঘোরানোর পালা ইংল্যান্ডের ক্লাবটির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2022 1:10 PM IST