RCB Stampede: উল্লাস বদলে গেল শোকে! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ বিরুস্কা এবং আরসিবির
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
১৮ বছর অপেক্ষা শেষে প্রথমবারের মতন সেরার সেরা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আইপিএলে ট্রফি জেতার পরের দিনেই বিজয়ল্লোস বদলে গেল শোকে। প্রিয় খেলোয়াড়দের দেখতে ভিড় করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন ১১ জন ক্রীড়াপ্রেমী!
বেঙ্গালুরু: ১৮ বছর অপেক্ষা শেষে প্রথমবারের মতন সেরার সেরা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আইপিএলে ট্রফি জেতার পরের দিনেই বিজয়ল্লোস বদলে গেল শোকে। প্রিয় খেলোয়াড়দের দেখতে ভিড় করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন ১১ জন ক্রীড়াপ্রেমী! এই ঘটনায় গভীরভাবে শোকাহত হয়েছেন বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুস্কা। সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে দুজনেই শোকপ্রকাশ করেন। বিবৃতি দেয় আরসিবি কর্তৃপক্ষ।
Royal Challengers Bengaluru releases a statement on the Bengaluru stampede.
“We are deeply anguished by the unfortunate incidents that have come to light through media reports regarding public gatherings all over Bengaluru in anticipation of the team’s arrival this afternoon.… pic.twitter.com/kWvTjwF5Tm
— ANI (@ANI) June 4, 2025
advertisement
advertisement
এরপরেই এই পোস্ট শেয়ার করেন কিং কোহলি।
advertisement
একইভাবে শেয়ার করতে দেখা যায় কোহলি পত্নী অনুস্কাকেও।
advertisement
প্রসঙ্গত, আরসিবি টিমের তরফে জানানো হয়েছিল, শহরে দল আসার পর বাস প্যারেড হবে। এরপর আরসিবির হোমগ্রাউন্ড অর্থাৎ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি বিজয় উৎসবও হবে। কিন্তু পুলিশের তরফে প্যারেডের কথা উল্লেখ করা হয়নি। ফলে, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত অব্যবস্থা দেখা দেয়। এখনও অবধি যা খবর, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। ৫০-এর বেশি সমর্থক আহত।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এই দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘এমন দুর্ঘটনা যে কোনও রাজ্যেই ঘটতে পারত। কাউকে দোষারোপ করা বা এর মধ্যে রাজনীতি আনা ঠিক নয়। বিশাল জনতা ছিল। আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা হয়েছে। ওরাও প্রত্যাশা করেনি, এতটা ভিড় হতে পারে। হঠাৎই এই ঘটনা ঘটেছে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 11:35 PM IST