RCB Breaks KKR Record: পঞ্জাবকে হারিয়ে কেকেআরের রেকর্ড ভাঙল আরসিবি, শীর্ষ স্থানে উঠে এল বিরাট-পাতিদাররা

Last Updated:

RCB Breaks KKR Record: আইপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে।

News18
News18
আইপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আরসিবি অধিনায়ক রজত পাতিদার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায়। বেঙ্গালুরুর হয়ে জশ হ্যাজেলউড ও সূয়াশ শর্মা তিনটি করে উইকেট নেন এবং যশ দয়াল দুই ব্যাটসম্যানকে আউট করেন। লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি শুরুতে বিরাট কোহলিকে ১২ রানে হারালেও, ফিল সল্টের অপরাজিত অর্ধশতরানের সৌজন্যে ১০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১০২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
advertisement
আরসিবি ৬০ বল বাকি থাকতে এই ম্যাচ জিতে নেয়। যা আইপিএল প্লেঅফ বা নকআউট বা ফাইনাল ম্যাচে সর্বাধিক বল বাকি থাকতে ম্যাচ জয়লাভের রেকর্ড। এই রেকর্ডটি করে আরসিবি ২০২৪ সালের আইপিএল ফাইনালে কেকেআরের করা ৫৭ বল বাকি থাকা আগের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ব্যাটে-বলে একতরফা দাপট দেখানোতেই আরসিবির পক্ষে এই রেকর্ড গড়া সম্ভব হয়েছে।
advertisement
advertisement
আইপিএল প্লেঅফ ম্যাচে সবচেয়ে বড় জয়ের ব্যবধান (বল বাকি থাকার নিরিখে):
৬০ বল – আরসিবি বনাম পিবিকেএস, মুল্লানপুর (২০২৫)
৫৭ বল – কেকেআর বনাম এসআরএইচ, চেন্নাই (২০২৪)
৩৮ বল – কেকেআর বনাম এসআরএইচ, আহমেদাবাদ (২০২৪)
৩৩ বল – এমআই বনাম কেকেআর, বেঙ্গালুরু (২০১৭)
৩১ বল – সিএসকে বনাম পিবিকেএস, মুম্বাই (২০০৮)
advertisement
আইপিএলে দ্রুততম ১০০-এর বেশি রান তাড়া করার রেকর্ড:
৯.৪ ওভার – আরসিবি বনাম কেকেআর, বেঙ্গালুরু (২০১৫) – লক্ষ্য: ১১২ (বৃষ্টি বিঘ্নিত ম্যাচ)
৯.৪ ওভার – এসআরএইচ বনাম এলএসজি, হায়দরাবাদ (২০২৪) – লক্ষ্য: ১৬৬
১০.০ ওভার – আরসিবি বনাম পিবিকেএস, মুল্লানপুর (২০২৫) – লক্ষ্য: ১০২
১০.১ ওভার – কেকেআর বনাম সিএসকে, চেন্নাই (২০২৫) – লক্ষ্য: ১০৪
advertisement
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই জয়ের ফলে আরসিবি ২০১৬ সালের পর প্রথমবারের মতো আইপিএল ফাইনালে উঠল। এখন পর্যন্ত ১৮টি আইপিএলের মধ্যে এটি আরসিবির চতুর্থ ফাইনাল। আইপিএল ২০২৫-এর ফাইনালে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি এখন মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের। দ্বিতীয় কোয়ালিফায়ারটি অনুষ্ঠিত হবে রবিবার (১ জুন), আহমেদাবাদে, যেখানে খেলবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল বনাম পাঞ্জাব কিংস।
advertisement
আইপিএলের ইতিহাস বলছে, ২০১১ সালে বর্তমান প্লেঅফ পদ্ধতি চালু হওয়ার পর কোয়ালিফায়ার ১ জয়ী দল ১৪টি আসরের মধ্যে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে শেষ সাতটি আসর (২০১৮-২০২৪) রয়েছে। ফলে ২০২৫ সালের শিরোপা জয়ের জন্য আরসিবিকে এখন ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB Breaks KKR Record: পঞ্জাবকে হারিয়ে কেকেআরের রেকর্ড ভাঙল আরসিবি, শীর্ষ স্থানে উঠে এল বিরাট-পাতিদাররা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement