জাডেজার রেস্তোঁরায় পাওয়া গেল বাসি খাবার !
Last Updated:
রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে বাসি এবং পচা খাবার !
#রাজকোট: ভারতীয় ক্রিকেটারদের রেস্তোরাঁর ব্যবসা করার ধারা অনেকদিনের ৷ বর্তমান ভারতীয় দলের অনেকরাও সেই পথেই হেঁটেছেন ৷ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁদের মধ্যে অন্যতম ৷ কিন্তু নিজের শহর রাজকোটে রেস্তোরাঁ দিয়ে এখন সমস্যায় পড়েছেন জাডেজা ৷ তাঁর রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে বাসি এবং পচা খাবার !
রাজকোটে ‘জাড্ডু’স ফুড ফিল্ড’ নামে এই রেস্তোরাঁয় শুক্রবার তল্লাশি চালায় রাজকোট পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি দল। রেস্তোরাঁয় তল্লাশির পর জানা গিয়েছে, সেখানে অনেক দিন ধরে সেদ্ধ করে খাবার রেখে দেওয়া হয়েছে ৷ সেগুলিকেই পরে ব্যবহার করা হচ্ছে ৷ এছাড়া খাবারে রং মেশানোর অভিযোগও উঠেছে জাডেজার রেস্তোরাঁর বিরুদ্ধে ৷ সেখানকার খাবারগুলি বাজেয়াপ্ত করেছে পুরসভার খাদ্য বিভাগ ৷ জাডেজার রেস্তোরাঁ এবং ম্যাকডোনাল্ডস-সহ মোট তিনটি রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে বাসি খাবার উদ্ধার করেছে পুরসভা ৷ প্রত্যেক রেস্তোরাঁকেই নোটিস ধরানো হয়েছে ৷
advertisement
জাডেজার রেস্তোরাঁ দেখভালের দায়িত্বে থাকা তাঁর বোন নয়নবার অবশ্য দাবি, তাঁরা কিছু সেদ্ধ এবং রান্না করা খাবার রেখেছিলেন ৷ পাউরুটিও মাত্র কয়েকটাই নাকি বাসি ছিল ৷ এতদিন রান্না করা খাবার রেখে দেওয়া হলেও এবার থেকে সব বেঁচে যাওয়া খাবারই ফেলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাডেজার বোন ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2017 11:47 AM IST