ICC Test Rankings: পুরনো সিংহাসনে ফিরলেন 'রাজা' জাদেজা, টেস্টে বিশ্বসেরা এখন জাড্ডু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ICC Test Rankings: ভারতীয় ক্রিকেট সমর্থকদের আজ গর্ব করার দিন। রবীন্দ্র জাদেজার ধারে-কাছে কেউ নেই।
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। সেইসঙ্গে ৯ উইকেট। ওই ম্যাচে বিশ্বরেকর্ড করেছিলেন রবীন্দ্র জাদেজা।
টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার জাদেজা এবার আরও একটি রেকর্ড করলেন। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা।advertisement
দুধাপ উঠে জাদেজা এখন এক নম্বর অল-রাউন্ডার। জেসন হোল্ডার ও রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।advertisement
এর আগেও আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ছিলেন জাদেজা। তবে সিংহাসন হারিয়েছিলেন। এবার আবার তিনিই সবার উপরে।advertisement
জাদেজা ছাড়া ভারতীয় তারকাদের মধ্যে বিরাট কোহলি আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন। তিনি আগে ছিলেন সাত নম্বরে।
জাদেজা ও কোহলির ব়্যাঙ্কিংয়ে উন্নতি হলেও এক ধাপ পিছিয়ে গিয়েছেন রোহিত শর্মা। তিনি এখন আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় রয়েছেন ৬ নম্বরে।লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 4:26 PM IST

