মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। সেইসঙ্গে ৯ উইকেট। ওই ম্যাচে বিশ্বরেকর্ড করেছিলেন রবীন্দ্র জাদেজা।
টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার জাদেজা এবার আরও একটি রেকর্ড করলেন। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা।
দুধাপ উঠে জাদেজা এখন এক নম্বর অল-রাউন্ডার। জেসন হোল্ডার ও রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
এর আগেও আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ছিলেন জাদেজা। তবে সিংহাসন হারিয়েছিলেন। এবার আবার তিনিই সবার উপরে।
জাদেজা ছাড়া ভারতীয় তারকাদের মধ্যে বিরাট কোহলি আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন। তিনি আগে ছিলেন সাত নম্বরে।
জাদেজা ও কোহলির ব়্যাঙ্কিংয়ে উন্নতি হলেও এক ধাপ পিছিয়ে গিয়েছেন রোহিত শর্মা। তিনি এখন আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় রয়েছেন ৬ নম্বরে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।