Ravichandran Ashwin: ভিজল চোখের কোণ! ভারতীয় ড্রেসিং রুমে অশ্বিনের শেষ স্পিচ, ভাসলেন স্মৃতি ও আবেগে, রইল ভিডিও

Last Updated:

Ravichandran Ashwin: ভারতীয় ড্রেসিং রুমে শেষ স্পিচ দিতে গিয়ে আবেগে ভাসলেন রবিচন্দ্রন অশ্বিন। "সবার সময় শেষ হয়, এবার আমার পালা"-বলতে গিয়ে চোখের কোণও ভেজে অশ্বিনের।

News18
News18
ব্রিসবেন: এই ড্রেসিং রুমটার সঙ্গে সম্পর্ক দেড় দশকের বেশি সময়ের। অনেক ইতিহাস ভাঙা-গড়ার সাক্ষী। এই ড্রেসিং রুমেই তৈরি হয়েছে অনেক কাছের বন্ধুও। এই ঘরটার সঙ্গে রয়েছে আত্মার সম্পর্ক। সেই ড্রেসিং রুমটাকে বিদায় জানানোর বেলায় চোখের কোণ ভেজাটা, আবেগে ভাষা হারানোটা স্বাভাবিক। ভারতীয় ড্রেসিং রুমে শেষ স্পিচ দিতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেও ঠিক তাই ঘটল।
রোহিত শর্মার সঙ্গে প্রেস কনফারেন্সে সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তারপর লন দিয়ে হেঁটে আসার সময় আগামীর শুভেচ্ছা জানিয়েছেন হর্ষ ভোগলে, ম্যাথু হেডেন, প্যাট কামিন্স, ন্যাথান লায়নরা। আর ড্রেসিং রুমে ঢুকতেই ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারকে হাততালি দিয়ে স্বাগত জানাল গোটা দল। একে একে রোহিত, বিরাট, গম্ভীর, জাদেজা সকলকে আলিঙ্গন করেন অশ্বিন।
advertisement
নিজের শেষ স্পিচে আবেগতাড়িত হয়ে পড়েন অশ্বিন। ভারতীয় ক্রিকেটে কীভাবে যুগ পরিবর্তন হয়েছে, কীভাবে চোখের সামনে সচিন-দ্রাবিড়দের অবসর নিতে দেখেছেন সবটাই বলেন তিনি। ভারতীয় ড্রেসিং রুমে প্রথম আসা থেকে এবার শেষ দিন কেমন অভিজ্ঞতা ছিল, কীভাবে সম্পর্ক গড়ে ওঠে এই রুমটায় সবটাউ বলেন অ্যাশ। “সবার সময় শেষ হয়, এবার আমার পালা”-বলতে গিয়ে চোখের কোণো ভেজে অশ্বিনের।
advertisement
advertisement
advertisement
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট যে তার মধ্যে আজীবন থেকে যাবে সেই কথাও জানান অশ্বিন। এখইসঙ্গে এই দেড় দশকের বেশি সময়ে তৈরি হওয়া সম্পর্কগুলি সারাজীবন তার সঙ্গে থাকবে বলেও জনান তিনি। অশ্বিনের স্পিচ দেওয়ার সময় মন দিয়ে শুনছিলেন রোহিত-বিরাটরা। তারাও হয়তো মনে মনে ভাবছিলেন আমাদের শেষের সময় এগিয়ে আসছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin: ভিজল চোখের কোণ! ভারতীয় ড্রেসিং রুমে অশ্বিনের শেষ স্পিচ, ভাসলেন স্মৃতি ও আবেগে, রইল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement