#কলকাতা: শাস্ত্রী বিতর্কে এবার কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে পাশে পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ গম্ভীরের মতে, ‘‘ রবি শাস্ত্রীর মন্তব্যের মধ্যে ওর বেপরোয়া দিকটাই ফুটে উঠেছে ৷ ভারতীয় দলের কোচের পদে কুম্বলেই সেরা নির্বাচন ৷ ও যথেষ্ট পরিশ্রমী মানুষ ৷ ’’ তবে শাস্ত্রীকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদী ৷ তাঁর মতে, শাস্ত্রীর বক্তব্য ঠিকই আছে ৷ কারণ কোনও একজন বিশেষ নির্বাচক কখনই বোর্ডের ঊর্ধ্বে নন ৷ তিনি সর্বেসর্বা হয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না ৷
Not getting coach's job apart RJSHASTRI has every reason 2b peeved with selection process whence 1 selector played truant..not above board!!
— Bishan Bedi (@BishanBedi) June 29, 2016
And now gloves R off fr 2 frmr Ind Captns-2 much likely delight non Crkt BCCI officials-& of course the media-how sad on eve o SC verdict!!! — Bishan Bedi (@BishanBedi) June 29, 2016
এদিকে শাস্ত্রীকে সৌরভের জবাব এখন গোটা দেশেই ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে ৷ সৌরভের জন্যই তিনি ভারতের কোচ হতে পারেননি। গত কয়েকদিন ধরে এভাবেই মহারাজকে ক্রমাগত আক্রমণ করে গিয়েছেন প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী।
শাস্ত্রীর অভিযোগ, তাঁর ইন্টারভিউয়ের সময় সৌরভ ছিলেন না। তা-হলে কী ভাবে তাঁর বদলে কুম্বলেকে কোচ করার সিদ্ধান্ত নিলেন সৌরভ।
শাস্ত্রীর ক্রমাগত আক্রমণের পর মহারাজের এই বিস্ফোরণের অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেট। বুধবার বিকেলেই তার দেখা মিলল। সূত্রের খবর, শাস্ত্রীকে জবাব দিতে নিজে থেকে নয়, খোদ বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের সঙ্গে আগে কথা বলেই এই ব্যাপারে মুখ খুলেছেন উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে মহারাজের সঙ্গে সংঘাতে আপাতত ব্যাকফুটে রবি শাস্ত্রী।
অন্যদিকে বেঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠকে অনিল কুম্বলে বলেছেন, রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বিরোধ নেই। বরং ভারতীয় দলের জন্য শাস্ত্রী যে কাজ করেছেন, তা অসাধারণ। তাঁর মতে, কোচকে নয়, ফোকাস থাকা উচিত ক্রিকেটারদের উপরেই। আর এই ভারতীয় দলকে নতুন করে কোচিং করানোর কিছু নেই বলেও দাবি কুম্বলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil Kumble, Bishen Singh Bedi, Cricket, India Coach, India Coach Selection, Ravi Shastri, Saurav Ganguly