মেসি এবং সচিন বিশ্বকাপ পেতে ২ যুগ অপেক্ষা করেছে! ভারতীয় সমর্থকদের ধৈর্য ধরতে বললেন শাস্ত্রী
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনীতম বোর্ড বিসিসিআই। আইসিসি পর্যন্ত তাকে সমঝে চলে। অথচ এত বড়লোক হয়েও ক্রিকেটে বড় সাফল্য সেভাবে দীর্ঘদিন নেই টিম ইন্ডিয়ার। তবে ব্যাপারটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে রাজি নন রবি শাস্ত্রী। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। অবশ্য ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ২০১৫ এবং ২০১৯ সালে জায়গা করে নেয় মেন ইন ব্লু।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে তারা। ২০১৬ এবং ২০২২ সালেও ভারত সেমিফাইনালে টিকিট পায়। কিন্তু ২০২১ সালে নকআউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় হয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের। শুধু বিশ্বকাপ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয় ভারতকে।
আরও পড়ুন - বিশ্বকাপের জন্য সিরিয়াস মনে হচ্ছে না ভারতীয় দলকে! আইপিএল নিয়ে মাতামাতিতে ক্ষুব্ধ সানি
২০১১ সালের বিশ্বকাপের পর আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে ভারত ফাইনাল এবং সেমিফাইনালে জায়গা করে নিলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। স্বাভাবিক ভাবেই এই বিশ্বকাপে ভারতে উপর প্রত্যশা রয়েছে। সচিন তেন্ডুলকরের সঙ্গে মেসির নাম যোগ করে তিনি জানান, সচিন তাঁর কেরিয়ারে ৬টি বিশ্বকাপ টুর্নামেন্ট খেলে একটিতে জয়লাভ করেছে। মানে সচিনকে বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪ বছর।
advertisement
advertisement
অন্যদিকে মেসিও অনেকদিন ধরে খেলছে। ১৬ বছর ধরে। কিন্তু এবার এসে তারা বিশ্বকাপ পেল। যখন তারা জয়ের মুখ দেখতে শুরু করল তখন কোপা আমেরিকা জিতল এবং শেষে ফিফা বিশ্বকাপ জিতেছে। ফলে অপেক্ষা করতে হবে। নইলে কিছু হবে না। ভারত একবার জেতা শুরু করলে আটকানো যাবে না।
Ravi Shastri said " India has been a consistent team they reached finals, semi-finals on a regular basis. Look at Sachin and Messi they had to wait so long to win a world cup , so you have to wait , it will rain".
— cric_mawa (@cric_mawa_twts) March 24, 2023
advertisement
রবি মনে করেন ক্রিকেট হোক বা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন সবার ভাগ্যে থাকে না। কিন্তু যারা কোয়ালিটি দল তারা ঠিক সাফল্য পাবে। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া কে বিশ্বকাপ ফাইনালে হারানোর ক্ষমতা রাখে ভারত। পাশাপাশি নিজেদের দেশের মাটিতে একদিনের বিশ্বকাপেও ভারত বাজিমাত করতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 8:56 PM IST