Ravi Shatri : সর্বকালের 'সেরা পাঁচ জন' ক্রিকেটার কারা? রবি শাস্ত্রী বেছে নিলেন, নাম নিলেন না 'মহাতারকার'

Last Updated:

Ravi Shastri- একটা সময় রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোমলিন্য়ের কথা সবারই প্রায় জানা। সেই পুরনো মন কষাকষির জন্যই কি নিজের বেছে নেওয়া সেরা ক্রিকেটারদের তালিকায় সৌরভকে রাখলেন না শাস্ত্রী!

News18
News18
কলকাতা : বিশ্ব ক্রিকেটের সেরা পাঁচজন ক্রিকেটার কারা! নানা মুনি নান মত হতে পারে এক্ষেত্রে। সবার সঙ্গে সবার পছন্দ যে মিলবে, তার কোনও মানে নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটের সেরা পাঁচজন ক্রিকেটারের নাম বলতে হলে অনেকেই হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করবেন! কিন্তু রবি শাস্ত্রী তা করলেন না।
একটা সময় রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোমলিন্য়ের কথা সবারই প্রায় জানা। সেই পুরনো মন কষাকষির জন্যই কি নিজের বেছে নেওয়া সেরা ক্রিকেটারদের তালিকায় সৌরভকে রাখলেন না শাস্ত্রী! সে যাই হোক, শাস্ত্রী যে পাঁচজনকে বাঁছলেন, তাঁদের শ্রেষ্ঠত্ব নিয়েও কখনও কেউ প্রশ্ন তুলতে পারবেন না।
আরও পড়ুন- ছুটে এসে চুমু ক্রিকেটারকে! লাইভ ম্যাচে এমন KISS কেউ আগে দেখেনি, সাহস আছে মহিলার!
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের পছন্দের পাঁচজন ক্রিকেটার বেছে নেন শাস্ত্রী। সেই অনুষ্ঠানে ছিলেন মাইকেল ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড এবং ফিল টাফনেল। সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়কেও সেই তালিকায় রাখতে পারেননি শাস্ত্রী। তাঁর বেছে নেওয়া তালিকায় জায়গা পেলেন সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং এমএস ধোনি।
advertisement
advertisement
পাঁচজনের তালিকায় সচিনকে এক নম্বরে রাখেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘সচিনের দীর্ঘস্থায়ী ক্রিকেটজীবন। ও টানা ২৪ বছর খেলেছে। ১০০টা শতরান রয়েছে। তাবড় পেসারদের সামলেছে। এতদিন ধরে খেলে যাওয়া ওর সব থেকে বড় কৃতিত্ব। ও একটা সময় ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের আক্রমণ সামলেছে। টেকনিক্যালি নিখুঁত সচিন।’
যদিও টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী রাহুল দ্রাবিড়কে কেন শাস্ত্রী সেরা পাঁচের তালিকায় রাখলেন না সেটাও জানা যায়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Shatri : সর্বকালের 'সেরা পাঁচ জন' ক্রিকেটার কারা? রবি শাস্ত্রী বেছে নিলেন, নাম নিলেন না 'মহাতারকার'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement