Ravi Shastri's Big Mistake: বুড়ো বয়সে কি ভিমরতি নাকি শাস্ত্রীর, আইপিএল ফাইনাল ম্যাচের ব্রেকিং নিউজে যা বললেন চোখ কপালে দুই অধিনায়কের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ravi Shastri IPL ২০২৫ RCB vs PBKS টস: রবি শাস্ত্রী থেকে বড় ভুল, টসে করলেন অদ্ভুত ভুল
আহমেদাবাদ: এ কী হল রবি শাস্ত্রীর৷ গোটা নেট দুনিয়ায় আরসিবি বনাম পিবিকেএস ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে ঠিক ততটাই আলোচনা হচ্ছে রবির ফাইনালে ভুল ঘোষণা নিয়ে৷ মানুষ মাত্রেই ভুল হতেই পারে ,কিন্তু একটা ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য করলেন মেগা ভুল৷
টসের সময় কমেন্টেটর রবি শাস্ত্রী ভুল করে বলেছিলেন যে পঞ্জাব টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে, যদিও শ্রেয়স আইয়ার প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পঞ্জাব কিংস (PBKS) এর মধ্যে IPL ২০২৫ এর ফাইনালের আগে স্টার কমেন্টেটর রবি শাস্ত্রী একটি বড় ভুল করে বসেন। যদিও তিনি তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারেন, কিন্তু লাইভ সম্প্রচারে শাস্ত্রীর সেই ভুল বার্তা ততক্ষণে এয়ার হয়ে যায়৷
advertisement
advertisement
কি ঘটেছিল? আসলে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন এবং RCB কে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু রবি শাস্ত্রী ভরা স্টেডিয়ামের সামনে ঘোষণা করেন যে টস জিতে পঞ্জাব ব্যাটিং বেছে নিয়েছে।
advertisement
টস @PunjabKingsIPL টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে @RCBTweets এর বিরুদ্ধে গ্র্যান্ড #ফাইনালে
আহমেদাবাদ:
এ কী হল রবি শাস্ত্রীর৷ গোটা নেট দুনিয়ায় আরসিবি বনাম পিবিকেএস ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে ঠিক ততটাই আলোচনা হচ্ছে রবির ফাইনালে ভুল ঘোষণা নিয়ে৷ মানুষ মাত্রেই ভুল হতেই পারে ,কিন্তু একটা ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য
advertisement
IPL ২০২৫ RCB vs PBKS টস Ravi Shastri: টসের সময় কমেন্টেটর রবি শাস্ত্রী ভুল করে বলেছিলেন যে পাঞ্জাব টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে, যদিও শ্রেয়াস আইয়ার প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিবন্ধ: নয়া দিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) এর মধ্যে IPL ২০২৫ এর ফাইনালের আগে স্টার কমেন্টেটর রবি শাস্ত্রী একটি বড় ভুল করে বসেন। যদিও তিনি তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
advertisement
কি ঘটেছিল? আসলে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন এবং RCB কে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু রবি শাস্ত্রী ভরা স্টেডিয়ামের সামনে ঘোষণা করেন যে টস জিতে পাঞ্জাব ব্যাটিং বেছে নিয়েছে।
টস @PunjabKingsIPL টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে @RCBTweets এর বিরুদ্ধে গ্র্যান্ড #ফাইনালে
advertisement
আপডেট https://t.co/U5zvVhbXnQ#TATAIPL | #RCBvPBKS | #TheLastMile pic.twitter.com/OG9rob7n0U
— IndianPremierLeague (@IPL) জুন ৩, ২০২৫
Be like Ravi Shastri 🙂#IPLFinals #PBKSvsRCB #RCBvPBKS #iplfinal2025 #ravishastri pic.twitter.com/T7DfAFx1gW
— ۟🐦 (@ujellybru) June 3, 2025
advertisement
পাঞ্জাব কিংসের প্লেয়িং XI: প্রিয়াংশ আর্য, জোশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ উমরজাই, কাইল জেমিসন, বিজয়কুমার বিশাক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেয়িং ইলেভেন: ফিলিপ সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জোশ হ্যাজেলউড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 11:34 PM IST