Noor Ahamed: ১৮-র আগুন ঝরছে তাঁর বোলিংয়ে, রাত ১ টা হলেই মেতে ওঠেন নূর আহমেদ

Last Updated:

GT vs MI: জয়ের পর নূরের চমৎকার বোলিংয়ের সিক্রেট আউট করেন গুজরাত টাইটান্সের আরেক বোলিং সম্পদ এবং দলের সহ অধিনায়ক রশিদ খান।

তরুণ নুর আহমেদে মজে ক্রিকেট দুনিয়া Photo- AP
তরুণ নুর আহমেদে মজে ক্রিকেট দুনিয়া Photo- AP
আহমেদাবাদ: গুজরাত টাইটান্স আইপিএল ২০২৩ এ দুর্দান্ত পারফরম্যান্স জারি রেখেছে৷  হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেতাব রক্ষার লড়াইতে নামা দল তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে একতরফাভাবে ৫৫ রানে হারিয়ে ধামাকাদার জয় হাসিল করেছে। এটি এবারের আইপিএলে তাদের সপ্তম ম্যাচ, অন্যদিকে গুজরাতের এটি পঞ্চম জয়৷ এদিনের দুর্দান্ত জয়ের ফলে দলটি টেবিলের দ্বিতীয় স্থানে। একইসঙ্গে ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বইয়ের ৭ ম্যাচে এটি চতুর্থ হার।
ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত ৬ উইকেটে ২০৭ রানের বিশাল স্কোর করে। শুভমান গিল ৫৬, ডেভিড মিলার ৪৬ এবং অভিনব মনোহর ৪২ রান করেন। জবাবে মুম্বাই দল ৯ উইকেটে মাত্র ১৫২ রান করতে পারে।
গুজরাট টাইটান্সের ১৮ বছরের তরুণ লেগ-স্পিনার নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এর মধ্যে রয়েছে ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব এবং টিম ডেভিডের উইকেট৷
advertisement
advertisement
আরও দেখুন
জয়ের পর নূরের চমৎকার বোলিংয়ের সিক্রেট আউট করেন গুজরাত টাইটান্সের আরেক বোলিং সম্পদ এবং দলের সহ অধিনায়ক রশিদ খান। নূরও তাঁর দেশেরই বাসিন্দা৷ আফগানিস্তান থেকে আসা এই তরণ বোলার রশিদকে তাঁর আইডল বলে মনে করে।
আরও দেখুন
ম্যাচের পর রশিদ খান বলেন যে গুজরাত টাইটান্সের হয়ে খেলার আগে তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলেছেন। এই তরুণ বোলার শুধু শিখতে চায় এবং এর জন্য সে কঠোর পরিশ্রমও করছে।
advertisement
জিমেও বোলিং
রশিদ খান বলেন, ‘‘আমি যখন জিমে থাকি, তখনও নূর আহমেদ প্রশ্ন করতে থাকেন। সে রাত ১-২ টায় জিমে আসতো এবং আমার সাথে বোলিং করত। তিনি ভাল পারফর্ম করতে চেয়েছিলেন এবং এখন তিনি যে সুযোগ পেয়েছেন তার পুরো সদ্বব্যবহার করছেন।’’  এর আগে, নূর আহমেদও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, ১৮ রানে ২ উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টির মোট ৫৩ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন নূর। ১০ রানে ৪ উইকেট সেরা পারফরম্যান্স। বোলিং ইকনমি ৭
advertisement
আন্তর্জাতিক কেরিয়ারের কথা বলতে গেলে ওয়ানডেতে কোনও উইকেট পাননি নূর। টি-টোয়েন্টিতে ৪ উইকেট আছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়াও নূরের বোলিং দেখে মুগ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Noor Ahamed: ১৮-র আগুন ঝরছে তাঁর বোলিংয়ে, রাত ১ টা হলেই মেতে ওঠেন নূর আহমেদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement