ম্যাচ বাতিল হলেও ‘গ্যাস চেম্বার’ দিল্লিতেই থেকে যেতে হচ্ছে মনোজদের

Last Updated:

বাতিল হয়েছে বাংলা-গুজরাত রঞ্জি ট্রফি ম্যাচও ৷ কিন্তু বাংলা দলের জন্য খারাপ খবরটা হল, এই ভয়াবহ দূষিত পরিবেশের মধ্যেই আপাতত তিন দিন থাকতে হবে মনোজদের !

#নয়াদিল্লি: রাজধানী এখন ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছে ৷ দিওয়ালির পরপরই মাত্রাতিরিক্ত দূষণে শহরের অবস্থা এখন শোচনীয় ৷ প্রত্যেককেই এখন মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ৷ কিন্তু এর মধ্যেই চলছে দৈনন্দিন জীবনের কাজ ৷ যাতে স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷শহরের এই অবস্থা বদলাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এখন অনেক বিষয়ে নির্দেশ দিয়েছেন ৷ আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ৷ গত ১৭ বছরে এমন ভয়ানক পরিস্থিতি দেখেনি দিল্লি ৷ ভয়াবহ এই ‘স্মগ’-এর জন্য এখন ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন স্কুল-কলেজ ৷ বাতিল হয়েছে বাংলা-গুজরাত রঞ্জি ট্রফি ম্যাচও ৷ কিন্তু বাংলা দলের জন্য খারাপ খবরটা হল, এই ভয়াবহ দূষিত পরিবেশের মধ্যেই আপাতত তিন দিন থাকতে হবে মনোজদের !
ম্যাচ যখন বাতিল ৷ তখন এরকম সিদ্ধান্ত কেন সিএবি-র ৷ আসলে নির্ধারিত সময়ের আগেই দিল্লি থেকে ক্রিকেটাররা কলকাতায় ফেরা মানেই আবার বাড়তি খরচ ৷ সেই খরচ বাঁচাতেই মনোজদের রাজধানীতে থেকে যাওয়ারই নির্দেশ দিয়েছে সিএবি ৷ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ফতোয়ায় স্বভাবতই এখন দূষিত পরিবেশে থাকা ছাড়া আর কোনও উপায় নেই বাংলা দলের ক্রিকেটারদের ৷ তবে বাংলা দল দিল্লিতে থেকে গেলেও আমেদাবাদ ফিরে গিয়েছেন গুজরাতের ্ক্রিকেটাররা ৷
advertisement
রবিবার ফিরোজশাহ কোটলায় ক্রিকেটারদের মাঠে নামতেও বারণ করে দেন ম্যাচ অফিশিয়ালরা। নিয়ম অনুযায়ী বেশ কিছুক্ষণ অপেক্ষাও করা হয়। বিকেল ৩ টে নাগাদ জানিয়ে দেওয়া হয় ম্যাচ বাতিল। বোর্ডের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি পি রঙ্গনাথন। পরে বোর্ডের টেকনিক্যাল কমিটি জানিয়ে দেয়, এই ম্যাচ পরে হবে। দিল্লিতে অন্য যে ম্যাচটি ছিল, সেই হায়দরাবাদ-ত্রিপুরাও স্থগিত রাখা হয়েছে। সন্ধ্যায় বোর্ডের ই-মেলেও জানিয়ে দেওয়া হয় যে, লিগ পর্ব শেষ হলে এই দুটো ম্যাচ হবে। আপাতত বাংলা ও গুজরাতের তিন ম্যাচে ১৫ পয়েন্টই থাকল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ বাতিল হলেও ‘গ্যাস চেম্বার’ দিল্লিতেই থেকে যেতে হচ্ছে মনোজদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement