‘‘ ২০১১ বিশ্বকাপের ফাইনালে গড়াপেটা হয়েছিল ’’....তদন্ত চান রণতুঙ্গা !
Last Updated:
অর্জুন রণতুঙ্গার অভিযোগ সত্যি হলে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের গর্বেও কালো দাগ লাগতে পারে।
#কলম্বো: তাঁকে গোটা ক্রিকেট বিশ্বই অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে ৷ নিজের গোটা ক্রিকেট জীবনে সেভাবে কখনই কোনওদিন বিতর্কে জড়াতে দেখা যায়নি তাঁকে ৷ কিন্তু এবার যা বোমা ফাটালেন, তাতে চমকেই উঠল গোটা ক্রিকেট বিশ্ব ৷ শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা সাফ জানালেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে গড়াপেটা হয়েছিল ৷ ওই ফাইনালের এখনই তদন্ত হওয়া উচিৎ !
অর্জুন রণতুঙ্গার অভিযোগ সত্যি হলে যেমন শ্রীলঙ্কার ক্রিকেটে গড়াপেটার ছায়া পড়তে পারে তেমনই ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের গর্বেও কালো দাগ লাগতে পারে।রণতুঙ্গার মতে, ‘‘ শ্রীলঙ্কা কেন সে দিন ভারতের কাছে হেরেছিল, তার তদন্ত করলেই সত্যিটা বেরোবে।’’
রণতুঙ্গার এই গড়াপেটার অভিযোগ শুনে ভারত এবং শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটাররাই স্তম্ভিত ৷ ওয়াংখেড়ের সেই ফাইনালে ৯৭ রান করা ওপেনার গৌতম গম্ভীর বলেন, ‘‘ রণতুঙ্গার কথা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছি ৷ এমন সম্মানীয় ব্যক্তি এরকম অভিযোগ গুরুতর ৷ ওকে এর প্রমাণ দিতেই হবে ৷ ’’ তবে নিজের বক্তব্যে অনড় রণতুঙ্গা ৷ তিনি আরও বলেন, ‘‘ বিশ্বকাপ ফাইনালে ঠিক কী হয়েছিল, তা ক্রিকেটারদের স্বীকার করার সময় এবার এসে গিয়েছে। সেই ঘটনার তদন্ত হওয়া দরকার। আমিও তখন ভারতে ছিলাম। আমি জানি আসল ঘটনাটা কী। কিন্তু এখন বলব না তদন্ত হলে সব প্রমাণ-সহ বলব।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2017 10:53 AM IST