#IPL2017: টুর্নামেন্টের মাঝেই সচিন-সৌরভদের সম্মান, বাড়তি কোয়ালিফায়ার পেল মুম্বই

Last Updated:

পিছু হটছেন আদালত নিযুক্ত প্রশাসকরা। বহাল তবিয়তে আইপিএল বৈঠকে পদত‍্যাগী চেয়ারম‍্যান রাজীব শুক্লা।

#বেঙ্গালুরু: পিছু হটছেন আদালত নিযুক্ত প্রশাসকরা। বহাল তবিয়তে আইপিএল বৈঠকে পদত‍্যাগী চেয়ারম‍্যান রাজীব শুক্লা। হাজির সৌরভও। অপসারিত কর্তাদের হাতেই টুর্নামেন্টের রিমোট। গভর্নিং কাউন্সিলের বৈঠকে বকলমে বোর্ড কর্তাদের ফেরার ইঙ্গিত আরও জোরালো।
আইপিএলের মঞ্চে বোর্ডে পালাবদল ফের প্রকট। টালবাহানার পর আবার রাজীব শুক্লাই রয়ে গেলেন বোর্ডের সবচেয়ে দামী টুর্নামেন্টের কার্যনির্বাহী চেয়ারম‍্যান। বিনোদ রাই, বিক্রম লিমায়েদের কোনও আপত্তি ছাড়াই বৃহস্পতিবার রাজধানীতে দিব‍্যি বৈঠকেও অংশ নিলেন পদত‍্যাগী চেয়ারম‍্যান। অপসারিত বোর্ড কর্তাদের হাতেই আপাতত থাকছে আইপিএলের রিমোট। তার চেয়েও তাৎপর্যের অপসারিত কর্তাদের এসজিএম ডাকার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়ে দিলেন বিনোদ রাই।
advertisement
টুর্নামেন্টের আগে জিসি-র রুটিন বৈঠক প্রতিবারই হয় আইপিএলে। এদিনের বৈঠকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‍্যায়ও ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়েছে আইপিএলের মাঝেই সংবর্ধনা জানানো হবে সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, সেহওয়াগদের।
advertisement
আলাদা কোনও কেন্দ্রে নয়। সব ভেন‍্যুতেই প্রথম ম‍্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্লে-অফের একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর বেঙ্গালুরুতে। গতবার খরার জন‍্য ম‍্যাচ হারানো মুম্বইয়ের ঝুলিতে আরেকটি কোয়ালিফায়ার। আর শেষবার কাপ জেতার সুবাদে হায়দরাবাদেই হবে ফাইনাল।
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2017: টুর্নামেন্টের মাঝেই সচিন-সৌরভদের সম্মান, বাড়তি কোয়ালিফায়ার পেল মুম্বই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement