Weather Update: প্রবল বৃষ্টি থামার নাম নেই, টসও গেল পিছিয়ে, ইন্ডোরে যা করছে ভারতীয় দল

Last Updated:

এদিকে খেলা পিছিয়ে টিম ইন্ডিয়া বিন্দাসভাবে ইন্ডোরেই খেলাধুলো করছে৷

IND vs NZ: Toss Update- Photo Courtesy- BCCI/Twitter
IND vs NZ: Toss Update- Photo Courtesy- BCCI/Twitter
#ওয়েলিংটন: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ভিলেন বৃষ্টি৷ লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার জেরে টসও অবধি হতে পারেনি৷  প্রচণ্ড বৃষ্টি চলছেই ফলে মাঠও কভার সরানো যাচ্ছে না৷
টি টোয়েন্টি বিশ্বকাপের এক সপ্তাহ পরে ভারত ও নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলছে৷ এই ম্যাচে খেলবে  টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল থেকে হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট৷ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলই নিজের নিজের গ্রুপ থেকে প্রথমে থেকে সেমিফাইনালে গেলেও ভারত -ইংল্যান্ডের কাছে এবং নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল৷
advertisement
advertisement
তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের থেকে ভারতীয় ক্রিকেট দল যা ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে অংশ নিচ্ছে তারা অনেকেই আলাদা৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বিশ্রামে৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ব্রিগেড এই সিরিজে নিজেদের পরীক্ষা করে নেবে৷
এদিকে খেলা পিছিয়ে টিম ইন্ডিয়া বিন্দাসভাবে ইন্ডোরেই খেলাধুলো করছে৷ তরুণদের নিয়ে হার্দিক ব্যাটিং লাইনআপ কীভাবে সামলান তার মধ্যে থেকেই উমরান মালিক বোলিংয়ে ফেরায় খানিকটা চাপমুক্ত পান্ডিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Weather Update: প্রবল বৃষ্টি থামার নাম নেই, টসও গেল পিছিয়ে, ইন্ডোরে যা করছে ভারতীয় দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement