হোম /খবর /খেলা /
রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? এনসিএ-এর প্রধান হিসেবে ফের আবেদন করছেন?

Rahul Dravid : রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে ফের আবেদন করছেন মিস্টার ডিপেন্ডেবল?

রাহুল দ্রাবিড়, ফাইল ছবি

রাহুল দ্রাবিড়, ফাইল ছবি

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভবিষ্যৎ কী? ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কোনও দায়িত্ব ? নাকি বিরাটদের কোচের ভূমিকা দেখা যাবে ? রাহুলের ভবিষ্যৎ জল্পনার মাঝেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধানের পদে প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই (BCCI)।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা : রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভবিষ্যৎ কী? ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কোনও দায়িত্ব ? নাকি বিরাটদের কোচের ভূমিকা দেখা যাবে ? রাহুলের ভবিষ্যৎ জল্পনার মাঝেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধানের পদে প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই (BCCI)। সম্প্রতি এনসিএ-র হেড কোচের পদে দু বছরের মেয়াদ পূর্ণ করেছেন রাহুল দ্রাবিড়। তারপরই শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানদের কোচ হিসেবে গিয়েছিলেন রাহুল। কোচ হিসেবে সেখানেও সফল হয়েছেন রাহুল দ্রাবিড়। একদিনের সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে শেষ দুটি ম্যাচে ভাঙা দল নিয়ে লড়াই করেছেন।

কোচ রাহুল দ্রাবিড় এমনিতেই প্রশংসা কুড়িয়েছেন। রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দেখতে চেয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম। এহেন রাহুল দ্রাবিড়কে নিয়ে ভবিষ্যৎ জল্পনার মাঝেই এনসিএর বিজ্ঞাপন। সূত্রের খবর, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির  প্রধানের ভূমিকায় ফের আবেদন করতে চলেছেন রাহুল দ্রাবিড়। এনসিএর প্রধান হওয়ার জন্য আবেদন করতে গেলে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। ৬০ বছরের কম বয়স এমন কোনও প্রাক্তন ক্রিকেটার আবেদন করতে পারবেন। আবেদনকারী ব্যক্তিকে অন্তত ২৫ টি টেস্ট খেলতে হবে। এছাড়াও অন্তত ৫ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং না করালেও চলবে। ভারতীয় এ দল, বয়সভিত্তিক কোন দল কিংবা ভারতের মহিলা ক্রিকেট দল বা আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও এনসিএ প্রধানের পদে আবেদন করা যাবে। আগামী ১৫ অগাস্ট রাত ১২টার মধ্যে এই পদের জন্য আবেদন করা যাবে। নতুন এনসিএ প্রধান নিয়োগ করতে চেয়ে বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে একদম উপযুক্ত রাহুল দ্রাবিড়।

সূত্রের খবর, রাহুল দ্রাবিড় আবেদন করলে তিনি অগ্রাধিকার পাবেন ।   তবে এর মধ্যেই বোর্ডের আর একটি সূত্রের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে ভারত খুব ভাল ফল না করতে পারলে শাস্ত্রী কোচ হিসেবে মেয়াদ বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে। ফলে সেই সময় রাহুল দ্রাবিড়ের সিনিয়র দলের কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটতেই পারে।    তবে রাহুল দ্রাবিড় এইসব ব্যাপারে মুখ খুলতে নারাজ। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের সময় রাহুল দ্রাবিড়কে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এতদূর নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন না। বর্তমানে যে কাজ করছেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে চান।

তবে রাহুল দ্রাবিড় নিজে কিছু না জানালেও বোর্ডের একটি সূত্রের দাবি, দ্রাবিড় নিজে বিরাটদের কোচিং করাতে চান। সেই জন্যই তিনি ভারতীয় দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ভারতীয় দলের মুখ্য প্রশিক্ষক হিসেবে কাজ করার চাপ আলাদা। সেই চাপ বোঝার জন্যই হয়তো রাহুল শ্রীলঙ্কা সফরকে বেছে নিয়েছিলেন।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: BCCI, Cricket, NCA, Rahul Dravid