Rahul Dravid on Kohli : সেঞ্চুরিয়ান টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে প্রশংসায় ভাসালেন কোচ রাহুল দ্রাবিড়

Last Updated:

Rahul Dravid in all praise for Virat Kohli in South Africa. ভারতীয় দলের প্রতি অবদানের জন্য বিরাটের প্রশংসায় দ্রাবিড়, জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের বিরাট এর অভিষেকের সময় তার মনে আছে। বিরাটের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছেন।

ভারতীয় দলের অনুশীলনে বিরাট এবং রাহুল দ্রাবিড়
ভারতীয় দলের অনুশীলনে বিরাট এবং রাহুল দ্রাবিড়
পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ হবে না জানা কথা। নতুন কোচ রাহুল দ্রাবিড় একেবারেই চান না টেস্ট সিরিজে বিতর্ক মনে করে ফোকাস নষ্ট হোক দলের। দক্ষিণ আফ্রিকা এমন একটা সফর যেখান থেকে অতীতে টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। ২৯ বছরের খরা কাটাতে মরিয়া ভারতীয় দল। এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি না থাকায় ভারতের সামনে বিরাট সুযোগ আছে। প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে খেলবেন না ডি কক। এটাও ভারতের বিরাট অ্যাডভান্টেজ।
advertisement
advertisement
ভারতীয় দল অবশ্য ওসব নিয়ে ভাবতে নারাজ। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বড়দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন তাদের একমাত্র লক্ষ্য সিরিজ জয়। বিরাট কোহলির (Virat Kohli) বিরাট প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের বিরাট এর অভিষেকের সময় তার মনে আছে। বিরাটের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছেন। শেষ দশ বছরে বিরাট নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন সেটা প্রশংসার যোগ্য।
advertisement
দলের মধ্যে ফিটনেস সংস্কৃতি বাড়িয়েছেন। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে ভারত হেরে গেলেও নিজে একাধিক শতরান করেছেন। সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। হয়তো কখনো বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। সেটা অন্যায় কিছু নয়। জেতার খিদে থেকেই ব্যাপারটা হয়।
নিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিতেছেন। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মাঠেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। তাই দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার হিসেবে কম স্মৃতি নেই দ্রাবিড়ের। তবে এবার চ্যালেঞ্জটা ভিন্ন। হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জেতার ভাবনা নিয়ে এসেছেন।
advertisement
দুটো সিরিজে কোচ হিসেবে কাজ করেছেন। টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রাহুল দ্রাবিড়ের ভারত। টেস্ট সিরিজেও জিতেছে। কিন্তু দ্রাবিড় জানেন তাঁর ওপর কতটা প্রত্যাশা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন প্রতি মুহূর্তে। টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব দ্রাবিড়ের মাথায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid on Kohli : সেঞ্চুরিয়ান টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে প্রশংসায় ভাসালেন কোচ রাহুল দ্রাবিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement