ডেভিস কাপ খেলতে ভারতে আসছেন নাদাল

Last Updated:

আসন্ন ভারত-স্পেন ডেভিস কাপ খেলতে এদেশে আসছেন রাফায়েল নাদাল ৷

#মাদ্রিদ : সাম্প্রতিক কালে তাঁর ফর্ম অনেকাংশেই পড়ে গিয়েছে ৷  শীর্ষস্থান অনেক আগেই হারিয়েছেন ৷ চোট-আঘাতই তার পিছনে বড় কারণ ৷ যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর ছিটকে যাওয়াটা হতাশই করেছিল বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা কোটি কোটি ফ্যানদের ৷ কিন্তু ভারতীয় টেনিস প্রেমীদের জন্য হঠাৎই এক সুখবর বয়ে নিয়ে এসেছে ৷ সেটা হল আসন্ন ভারত-স্পেন ডেভিস কাপ খেলতে এদেশে আসছেন রাফায়েল নাদাল ৷
মঙ্গলবার ইউএস ওপেন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তাঁর ডেভিস কাপ খেলার কথা ঘোষণা করে স্প্যানিশ টেনিস ফেডারেশন ৷ আগামী ১৬-১৮ সেপ্টেম্বর দিল্লির আর.কে খন্না স্টেডিয়ামেই বসবে ভারত-স্পেন ডেভিস কাপের আসর ৷ সেখানে বোপান্না-লিয়েন্ডারদের বিপক্ষে খেলতে দেখা যাবে নাদালকে ৷ গত বছরই আইপিটিএল খেলতে ভারতে এসেছিলেন নাদাল ৷ কিন্তু এই প্রথমবার দেশের হয়ে খেলতে এদেশে আসছেন স্প্যানিশ মহাতারকা ৷
advertisement
নাদাল ছাড়া স্পেনের তারকাখচিত ডেভিস কাপ টিমে সিঙ্গলসের জন্য রয়েছেন ডেভিড ফেরার। যিনি এই মুহূর্তে বিশ্বের ১৩ নম্বর। ডাবলসে রয়েছেন ফেলিসিয়ানো লোপেজ আর মার্ক লোপেজ। ডাবলস টিম হিসেবে যাঁদের বিশ্ব র‌্যাঙ্কিং ৫।
advertisement
স্পেনের বিরুদ্ধে খেলবেন ভারতের দুই সিঙ্গলস প্লেয়ার সাকেত মিনেনি ও রামকুমার রামনাথন ৷ অন্যদিকে ভারতের ডাবলস জুটি রোহন বোপান্না ও লিয়েন্ডার পেজ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ডেভিস কাপ খেলতে ভারতে আসছেন নাদাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement