R Praggnanandhaa reaches Chess World Cup Final: দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে নয়া ইতিহাস লিখলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। সেমি ফাইনালে প্রজ্ঞানন্দ হারালেন আমেরিকার গ্র্যান্ড মাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে।
ছোট বয়স থেকেই একের পর এক দাবা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নিজের জাত চিনিয়েছিলেন আর প্রজ্ঞানন্দ। এবার দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে নয়া ইতিহাস লিখলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। সেমি ফাইনালে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার গ্র্যান্ড মাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা। বিশ্বের দুই নম্বর দাবারুকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে বিশ্বনাথন আনন্দের পর এই দ্বিতীয় ভারতের কোনও খেলোয়াড় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌছলেন প্রজ্ঞানন্দ।
দাবা বিশ্বকাপের সেমি ফাইনালে লড়াইটা যে কোনওভাবেই সহজ হবে তা আগে থেকেই জানতেন প্রজ্ঞানন্দ। নিজেকে সেইভাবে তৈরিও করেছিলেন। রবিবার সেমিফাইনালে কারুয়ানার মুখোমুখি হয়েছিলেন প্রজ্ঞানন্দ। প্রথম দু’টি ক্লাসিক্যাল সিরিজ় ড্র হয় ১-১ পয়েন্টে। ফলে ম্যাচ গড়ায় সোমবার টাইব্রেকারে। মরণ-বাঁচন লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ভারতীয় গ্র্যান্ড মাস্টার। সেখানে আমেরিকার প্রতিদ্বন্দ্বিকে ৩.৫-২.৫ হারিয়ে ইতিহাস তৈরি করে ফাইনালের টিকিট পাকা করেন প্রজ্ঞানন্দ।
advertisement
advertisement
দাবা বিশ্বকাপের ফাইনালে পৌছনের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রজ্ঞানন্দ। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ থেকে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন প্রজ্ঞানন্দ। সোশ্যাল মিডিয়ায় বিশ্বনাথন আনন্দ লিখেছেন,”প্রজ্ঞা ফাইনালে! টাইব্রেকারে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এ বার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি। কী অসাধারণ পারফরম্যান্স!”
advertisement
Pragg goes through to the final! He beats Fabiano Caruana in the tiebreak and will face Magnus Carlsen now.
রাহুল গান্ধীও ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন আর প্রজ্ঞানন্দকে। ট্যুইটে কংগ্রেস নেতা লিখেছেন, “দাবা বিশ্বকাপের ফাইনালে অসামান্য যাত্রার জন্য আর প্রজ্ঞানন্দকে অভিনন্দন। ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে ফাইনালের ম্যাচের জন্য আমার শুভেচ্ছা। এক বিলিয়নেরও বেশি ভারতীয় আপনাকে সমর্থন করছে।”
Congratulations to R Praggnanandhaa for an outstanding FIDE Chess World Cup journey to the Finals.
My best wishes for the title match against Magnus Carlsen.
প্রসঙ্গত, ফাইনালে আর প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ ম্যাগনাস কার্লসেন। এর আগে একাধিকবার কার্লসেনকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। তবে এত বড় মঞ্চে এই প্রথমবার। তবে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামার জন্য আত্মবিশ্বাসী প্রজ্ঞা। দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় গোটা ভারত।