উটের দুধ থেকে বাজ পাখির সঙ্গে সেলফি! কাতার বিশ্বকাপে আপনার জন্য অপেক্ষায় অদ্ভুত সব মুহূর্ত

Last Updated:

Qatar markets with many new and indigenous items waiting for football fans. বিশ্বকাপ দেখতে গেলে কাতারের এই বাজার অবশ্যই ঘুরে দেখবেন

এভাবেই বিভিন্ন দলের জার্সি এবং টুপি বিক্রি হচ্ছে দোহার স্ট্যান্ডিং মার্কেটে
এভাবেই বিভিন্ন দলের জার্সি এবং টুপি বিক্রি হচ্ছে দোহার স্ট্যান্ডিং মার্কেটে
#দোহা: প্রথমবারের জন্য বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে কাতারে। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে সেজে উঠেছে কাতার। কাতারের বাজারের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। বাক্স বাক্স কাঠের উট, কাতারের গগণচুম্বি ভবনের ছবি, সোনার নেকলেস,ফুটবল হ্যাট, স্কার্ফ প্রতিদিন দোহার সৌক ওয়াকিফ মার্কেটে আসছে। যেখানে ব্যবসায়ীরা ফুটবল অনুরাগীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শতবর্ষ পুরোনো এই মার্কেটের সংকীর্ণ অলি গলি বিশ্বকাপের সম্ভাব্য ১০ লক্ষ লোকের পছন্দের দ্রব্য কেনার ঠিকানা হতে চলেছে। সৌক স্টেবলস থেকে পর্যটকদের উট ও টাট্টু ঘোড়া চড়ানোর ব্যবস্থা করা হয়। সেই আস্তাবলের প্রধান আব্দুল রহমান মহম্মদ আল-নামা জানালেন,  অনেক দর্শক সমাগম হবে,আমরা এরকম অভিজ্ঞতার সম্মুখীন কোনোদিন হইনি। ইনশাল্লাহ , আমরা প্রস্তুত।
advertisement
advertisement
ইতিমধ্যেই দর্শকরা কাতারে ঢুকতে শুরু করেছেন। ফুটবল অনুরাগীদের জন্য আকর্ষণের অনেক কিছু, অস্থায়ী স্টোর তৈরি করা হয়েছে। শতাধিক ছোট দোকান তৈরি হয়েছে। যেখান থেকে ধুপ, মশলা , কার্পেট, সোনা, বাজপাখি সহ অন্যান্য পশু পাখিও বিক্রি করা হচ্ছে। বিশ্বকাপের সময় প্রতিদিন ২৪ ঘন্টা এই দোকানগুলি খোলা থাকবে।
advertisement
বিংশ শতকের প্রথম দিকে সৌক ওয়াকিফ মার্কেট খুলেছিল। ব্যবসায়ীরা মার্কেটের প্রবেশদ্বারে দাঁড়িয়ে চিৎকার করে পণ্য নেবার জন্য গ্রাহকদের ডাকতেন। এজন্যই এই মার্কেটের অপর নাম ' স্ট্যান্ডিং মার্কেট'। ২০০৩ সালে বিধ্বংসী আগুনে এই বাজারটি ক্ষতিগ্রস্থ হয়। নতুন করে বাজারটিকে তৈরি করা হয়।
advertisement
কাতার জাতীয় মহিলা গলফ দলের সদস্য ইয়াসনিম ঘানেম জানান,  বিদেশিরা খুব উপভোগ করবেন। আরব সংস্কৃতি ও ফুটবলের মেলবন্ধন ঘটবে এই বিশ্বকাপে। বিশ্বকাপকে নিয়ে অনেক আশা কাতারের ব্যবসায়ীদের। নামা জানান, আমার মনে হয় অনেক পর্যটকই উট দেখতে চাইবেন ও তাদের সঙ্গে ছবি তুলতে চাইবেন, কারণ ইউরোপ ও পূর্ব এশিয়ায় উট মেলে না। স্মারকগ্রন্থ সম্বলিত স্টোর সিন্দুকভর্তি।
advertisement
সোনার নেকলেস ব্যবসায়ী সালেহ মহাম্মদ মোটরবাইক রাইডার খুঁজছেন যারা পণ্য হোটেলে পৌঁছে দেবেন। বস্ত্র, সাধারণ জামা কাপড়, খেলনা, পতাকা, স্কর্ফের দোকান খুলেছে। মেট্রো রেল পরিষেবা ও পরিকাঠামো তৈরি করা হয়েছে। দোহার বাইরে অনেক নতুন রিসর্ট তৈরি হয়েছে। বিশ্বকাপের মাধ্যমে সেই দেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে আগ্রহী কাতার প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উটের দুধ থেকে বাজ পাখির সঙ্গে সেলফি! কাতার বিশ্বকাপে আপনার জন্য অপেক্ষায় অদ্ভুত সব মুহূর্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement