জাপানি প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে রিওতে পদক নিশ্চিত করলেন সিন্ধু

Last Updated:

অলিম্পিকের আসরে বাজিমাত সিন্ধুর। সাইনার হারের হতাশা ঢেকে দিলেন মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে।

#রিও দি জেনেইরো :  তিনি যে এবার রিওতে এসেছেন বাকিদের চমকে দিতে , সেটা প্রথম ম্যাচ থেকেই বোঝা গিয়েছিল ৷ সাইনা, অশ্বিনী, জোয়ালারা যখন একে একে সকলেই ব্যর্থ, তখন একমাত্র অলিম্পিকে ভারতের আশার আলো হিসেবে থেকে গিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত এবং পিভি সিন্ধু ৷ প্রচণ্ড লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি শ্রীকান্ত ৷ কিন্তু নিজের কাজটা যথাযথভাবে করতে সফল সিন্ধু ৷ রিওতে ইতিহাস গড়তে আর মাত্র এক ধাপ দূরে তিনি ৷ বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে জাপানি প্রতিদ্বন্দ্বী  নজমি ওকুহারাকে উড়িয়ে দিয়ে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন তিনি ৷ ম্যাচের ফল ২১-১৯, ২১-১০ ৷ সেইসঙ্গে দেশের জন্য আরও একটা অলিম্পিক পদকও নিশ্চিত করে ফেললেন হায়দরাবাদের এই শাটলার ৷
অতীতে সিন্ধু বড় আসরে সাফল্য পেলেও অলিম্পিকে কিন্তু পদক জয়ের ক্ষেত্রে সাইনাই ছিল ভারতের একনম্বর বাজি ৷ তাই সাইনা হেরে যাওয়ার পর ব্যাডমিন্টন থেকে ভারতের আর কোনও পদক আসার সম্ভাবনা নেই বলেই ধরে নিয়েছিলেন সকলে ৷ কিন্তু রিওর কোর্টে নেমে প্রতিটা ম্যাচেই সবাইকে চমকে দিয়েছেন সিন্ধু ৷ বিশ্বের দু’নম্বরকে আগেই হারিয়েছিলেন তিনি ৷ এবার শুক্রবার ফাইনালে বিশ্বের এক নম্বরের মুখোমুখি হবেন সিন্ধু ৷
advertisement
জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে প্রায় মাটি ধরিয়ে এদিন জয় ছিনিয়ে নিলেন সিন্ধু ৷ ম্যাচ চলাকালীন সারাক্ষণ গ্যালারিতে তাঁর জন্য গলা ফাটিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদ ও দর্শকরা ৷ সিন্ধুকে প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন সকলেই ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
জাপানি প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে রিওতে পদক নিশ্চিত করলেন সিন্ধু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement