জাপানি প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে রিওতে পদক নিশ্চিত করলেন সিন্ধু
Last Updated:
অলিম্পিকের আসরে বাজিমাত সিন্ধুর। সাইনার হারের হতাশা ঢেকে দিলেন মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে।
#রিও দি জেনেইরো : তিনি যে এবার রিওতে এসেছেন বাকিদের চমকে দিতে , সেটা প্রথম ম্যাচ থেকেই বোঝা গিয়েছিল ৷ সাইনা, অশ্বিনী, জোয়ালারা যখন একে একে সকলেই ব্যর্থ, তখন একমাত্র অলিম্পিকে ভারতের আশার আলো হিসেবে থেকে গিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত এবং পিভি সিন্ধু ৷ প্রচণ্ড লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি শ্রীকান্ত ৷ কিন্তু নিজের কাজটা যথাযথভাবে করতে সফল সিন্ধু ৷ রিওতে ইতিহাস গড়তে আর মাত্র এক ধাপ দূরে তিনি ৷ বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে জাপানি প্রতিদ্বন্দ্বী নজমি ওকুহারাকে উড়িয়ে দিয়ে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন তিনি ৷ ম্যাচের ফল ২১-১৯, ২১-১০ ৷ সেইসঙ্গে দেশের জন্য আরও একটা অলিম্পিক পদকও নিশ্চিত করে ফেললেন হায়দরাবাদের এই শাটলার ৷
অতীতে সিন্ধু বড় আসরে সাফল্য পেলেও অলিম্পিকে কিন্তু পদক জয়ের ক্ষেত্রে সাইনাই ছিল ভারতের একনম্বর বাজি ৷ তাই সাইনা হেরে যাওয়ার পর ব্যাডমিন্টন থেকে ভারতের আর কোনও পদক আসার সম্ভাবনা নেই বলেই ধরে নিয়েছিলেন সকলে ৷ কিন্তু রিওর কোর্টে নেমে প্রতিটা ম্যাচেই সবাইকে চমকে দিয়েছেন সিন্ধু ৷ বিশ্বের দু’নম্বরকে আগেই হারিয়েছিলেন তিনি ৷ এবার শুক্রবার ফাইনালে বিশ্বের এক নম্বরের মুখোমুখি হবেন সিন্ধু ৷
advertisement
জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে প্রায় মাটি ধরিয়ে এদিন জয় ছিনিয়ে নিলেন সিন্ধু ৷ ম্যাচ চলাকালীন সারাক্ষণ গ্যালারিতে তাঁর জন্য গলা ফাটিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদ ও দর্শকরা ৷ সিন্ধুকে প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন সকলেই ৷
advertisement
Superb performance @PvSindhu1. You make India proud! Best of luck for the finals. #Rio2016 pic.twitter.com/kXwqodB3K7
— Narendra Modi (@narendramodi) August 18, 2016
advertisement
T 2352 - #PVSindhu .. aap "khaali haath" nahein, medal leke wapas aa rahein hain .. aur hum aapke saath 'selfie' nikalne chahate hain !! — Amitabh Bachchan (@SrBachchan) August 18, 2016
T 2352 - Never ever underestimate power of female gender ! #PVSindhu you have destroyed so many 'naysayers' .. you are the PRIDE of INDIA !
— Amitabh Bachchan (@SrBachchan) August 18, 2016
advertisement
T 2352 - #PVSindhu ...aapne 'bolne walon' ki bolti bund kar di .. karm bolta hai aur wo kabhi kabhi 'kalam' ko bhi hara deta hai ! BADHAI !! — Amitabh Bachchan (@SrBachchan) August 18, 2016
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2016 10:45 PM IST