ফের নেট দুনিয়ায় ভাইরাল পিভি সিন্ধুর ডান্স, এবার নাচলেন 'জিগল জিগল' গানে

Last Updated:

আরও একবার নিজের ডান্সিং স্কিল দেখালেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু। নাচলেন নেট দুনিয়া মাতানো 'জিগল জিগল' গানে। মুহুর্তে ঝড় তুলল সেই ভিডিও।

ব্য়াডমিন্টন কোর্টে ব়্য়াকেট হাতে দাপট দেখানোর পাশাপাশি নাচের ক্ষেত্রেও যে কম যান না পিভি সিন্ধু। এর আগে একাধিকবার তা প্রমাণিত হয়েছে। কয়েক দিন আগেই জাতীয় গেমসে অংশে নিতে গিয়ে গরবা নেচেছিলেন সিন্ধু। এবার আরও একবার নিজের ডান্সিং স্কিল সবার সামনে তুলে ধরলেন ভারতীয় তারকা শাটলার। নেট দুনিয়া মাতানো 'জিগল জিগল' গানে নাচতে দেখা গেল অলিম্পিকে জোড়া পদক জয়ীকে। যা সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন পিভি সিন্ধু স্বয়ং।
ভিডিওতে দেখা গিয়েছে গোলাপী রঙের শাড়ি পড়েছেন পিভি সিন্ধু। শাড়ি পড়েই বিখ্য়াত 'জিগল জিগল' গানে নাচতে শুরু করেন। গানের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক স্টেপ করতে দেখা যায় ভারতীয় তারকা শাটলারকে। এই নাচ যে তিনি বেশ উপভোগ করছিলেন তা সিন্ধু মুখের হাসিই বলে দিচ্ছিল। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সিন্ধু নাচ।
advertisement
View this post on Instagram

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

advertisement
advertisement
প্রসঙ্গত, ব্যাডমিন্টন কোর্টে দেশের নাম বারংবার উজ্জ্বল করেছেন পিভি সিন্ধু। দেশের প্রথম মহিলা শাটলার হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতে গড়েছেন অনন্য নজির। রিও-তে রূপো ও টোকিওতে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। চলতি বছরে কমনওয়েলথে গেমসে সোনা জিতেছেন তিনি। এছাড়া ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও। ২০১৫-তে পদ্মশ্রী, রিও-তে রূপো জয়ের পর খেলরত্ন ও পরপর দুটি অলিম্পিকে সাফল্যের পর সম্মানিত হয়েছেন 'পদ্মভূষণ'-এ ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের নেট দুনিয়ায় ভাইরাল পিভি সিন্ধুর ডান্স, এবার নাচলেন 'জিগল জিগল' গানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement