রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক ইনিংস পৃথ্বি শ-র, এবার কি মিলবে ভারতীয় দলে জায়গা
- Published by:Sudip Paul
Last Updated:
ফ্রেব্রুয়ারি মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আরও একবার ঘোরায়া ক্রিকেটে রেকর্ড গড়া ইনিংস খেলে ভারতীয় দলের দরজায় কড়া নাড়লেন পৃথ্বি। রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯ রানের অনবদ্য ইনিংস খেললেন পৃথ্বি শ।
#মুম্বই: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছে না পৃথ্বি শ। কখনও কখনও প্রকারন্তরে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। ফ্রেব্রুয়ারি মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আরও একবার ঘোরায়া ক্রিকেটে রেকর্ড গড়া ইনিংস খেলে ভারতীয় দলের দরজায় কড়া নাড়লেন পৃথ্বি। রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯ রানের অনবদ্য ইনিংস খেললেন পৃথ্বি শ।
ট্রিপল সেঞ্চরি করে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা ইনিংসটা খেলার পাশাপাশি রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও হলেন পৃথ্বি শ। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার মহারাষ্ট্রের বাবাসাহেব নিম্বলকরের। তিনি অপরাজিত ৪৪৩ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হওয়ার রেকর্ড নিজের নামে করলেন পৃথ্বি। এর আগে ৩৭৭ রান ছিল সঞ্জয় মঞ্জরেকরের। ৩৭৯ করে শীর্ষে উঠলেন পৃথ্বি শ।
advertisement
এছাড়াও আরও একটি রেকর্ড নজির নিজের নামে করেছেন পৃথ্বি শ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন পৃ্থিব শ যার রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। বিজয় হজারে ট্রফিতে ডবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। ইনিংসের পর পৃথ্বি শ বলেছেন,'এমন ইনিংস খলেতে পরে খুশি। ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য। এটা ধরে রাখাই লক্ষ্য।'
advertisement
advertisement
পৃথ্বি শ-এর এই অনবদ্য ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের সুযোগ পাওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছেন পৃথ্বি। তবে রোহিত শর্মা, কেএল রাহুল, শুবমান গিলদের ভিড়ে পৃথ্বি শ-এর জায়গা হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 5:09 PM IST