রান করেও কেন ভারতীয় দলে ব্রাত্য় তিনি, দল নির্বাচন ক্ষোভ উগরে দিলেন হতাশ পথ্বি শ

Last Updated:

দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে পৃথ্বি শ। ঘরোয়া ক্রিকেট ও ভারতীয় এ দলের হয়ে রান করেছেন। তারপরও সুযোগ না পাওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন পৃথ্বি।

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় তরুণ তারকা পৃথ্বি শ। সবথেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করে গড়েছিলেন অনন্য় নজির। কিন্তু তারপর থেকে কখনও চোট সমস্য়া, কখনও আবার ধারাবাহিকভাবে রান না করতে পারায় দীর্ঘ দিন ধরেই পৃথ্বি শ-এ জন্য় ভারতীয় দলের দরজা বন্ধ। জাতীয় দল সুযোগ না পেয়ে এবার ক্ষোভ উগরে দিলেন তরুণ ডান হাতি ব্য়াটার।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেট হোক বা ভারতীয় এ দলের হয়ে হোক, রানের মধ্য়ে রয়েছেন পৃথ্বি শ। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দলের হয়ে পর পর দু’ম্যাচে শতরান করেছেন। নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধেও ছন্দে পাওয়া গিয়েছে। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জায়গা হয়নি পৃথ্বির। রান করার পরও ভারতীয় সিনিয়র দলে সুযোগ না পেয়ে হতাশ মুম্বইয়ের ক্রিকেটার। কবে পুোরপুরি ভেঙে না পড়ে নিজের কাজ করে যাওয়ার কথা বলেছেন পৃথ্বি।
advertisement
এক সাক্ষাৎকারে পৃথ্বি শ বলেছেন,'আমি হতাশ। রান করছি। কঠোর পরিশ্রম করছি। তা-ও সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, নির্বাচকরা যখন মনে করবেন দলে নেবেন। আমি খেলার জন্য সব সময় তৈরি আছি।' নিজের ওজন কমানোর জন্য়ও পরিশ্রম করছেন পৃথ্বি। ২০২২ আইপিএলের পর ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। সম্পূর্ণ ডায়েট চার্ট মেনে চলছেন। ফিটনেসের উপরও জোর দিচ্ছেন। ভারতীয় দলে ফেরার ব্য়াপারে বদ্ধপরিকর পৃথ্বি শ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫টি টেস্ট ম্য়াচ খেলেছেন পৃথ্বি শ। মোট রান করেছেন ৩৩৯। সর্বোচ্চ স্কোর ১৩৪। একটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ৬টি ম্য়াচে ১৮৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৪৯। টি-২০ তে একটি ম্য়াচ খেলেছেন পৃথ্বি শ। আইপিএলে ৬৩ ম্য়াচে ১৫৮৮ রান করেছেন পৃথ্বি শ। এখন শুধু ফের ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় পৃথ্বি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রান করেও কেন ভারতীয় দলে ব্রাত্য় তিনি, দল নির্বাচন ক্ষোভ উগরে দিলেন হতাশ পথ্বি শ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement