LSG vs DC, 1st innings : লখনউ সুপার জায়ান্টস দলের দুরন্ত বোলিং, লড়লেন শুধু পৃথ্বী এবং ঋষভ পন্থ

Last Updated:

Prithvi Shaw and Rishabh Pant takes Delhi Capitals to a fighting score despite brilliant bowling from LSG. লখনউ সুপার জায়ান্টস দলের দুরন্ত বোলিং, দিল্লির হয়ে লড়লেন পৃথ্বী এবং পন্থ

দিল্লির জার্সিতে ৬১ করলেন পৃথ্বী শ
দিল্লির জার্সিতে ৬১ করলেন পৃথ্বী শ
দিল্লি ক্যাপিটালস - ১৪৯/৩
#মুম্বই: ভারতের ভাবী অধিনায়ক হিসেবেই চিহ্নিত হচ্ছেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। আইপিএলে তাঁরা রয়েছেন দুই দলের নেতৃত্বে। প্রথমজন দিল্লি ক্যাপিটালসের। দ্বিতীয়জন লখনউ সুপার জায়ান্টসের। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দুই দলের সাক্ষাৎকারে বাড়তি আকর্ষণ জোগাবে ঋষভ ও রাহুলের নেতৃত্বের দ্বৈরথ। এই ম্যাচে ঋষভের দিল্লি পাচ্ছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়া পেসার অ্যানরিখ নর্তজেকে।
advertisement
ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের উপস্থিতি ভারসাম্য বাড়িয়েছে লখনউ দলের। ব্যাটিংয়ে অধিনায়ক রাহুল ছাড়াও ভরসা দিচ্ছেন দীপক হুদা, আয়ূষ বাদোনি। তবে কুইন্টন ডি’কক ও মণীশ পাণ্ডে একেবারেই ছন্দে নেই। সাত উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্বে আবেশ খান। আজ পুরোনো দলের বিরুদ্ধে খেলা ছিল আবেশের।
advertisement
এছাড়াও পেস বিভাগে ভরসা দিচ্ছেন অ্যান্ড্রু টাই ও হোল্ডার। আর রবি বিষ্ণোই ও ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে গঠিত স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী। কেল রাহুল এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার ওপেন করতে নামলেন দিল্লির হয়ে। ঝড়ের গতিতে খেললেন পৃথ্বী। ৩৪ বলে ৬১ রানের ইনিংস সাজানো ছিল নটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে। মাঠের চারদিকে শট খেললেন। অবশেষে গৌতমের বলে ডি ককের হাতে ধরা পড়লেন।
advertisement
রবি বিষ্ণইকে উইকেট দিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে ফ্লপ অজি তারকা। পাওয়েল এবং ঋষভ পন্থ এই জায়গা থেকে দিল্লিকে কোথায় নিয়ে যেতে পারেন সেটাই দেখার ছিল। পাওয়েল (৩) বোল্ড হয়ে গেলেন রবি বিষ্ণইয়ের বলে। অন্যদিক থেকে গৌতম যথেষ্ট কৃপণ বোলিং করছিলেন। ১১ থেকে ১৪ ওভার দিল্লির রান তোলার গতি একেবারে কমে গেল।
advertisement
অ্যান্ড্রু টাই গতির হেরফের ঘটিয়ে পন্থদের কাজটা আরও কঠিন করে দিচ্ছিলেন। পন্থ স্পিনারদের বিরুদ্ধে একেবারেই টাইমিং করতে পারছিলেন না। রবি বিষ্ণই দুরন্ত বোলিং করলেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নিলেন দুটি উইকেট। শেষদিকে অধিনায়ক ঋষভ পন্থ এবং সরফরাজ মিলে লড়াই করে দিল্লির রান কিছুটা লড়াই করার মতো জায়গায় নিয়ে গেলেন। যদি দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রথমেই ধাক্কা দিতে না পারে দিল্লির বোলাররা, তাহলে কিন্তু লখনউ এই ম্যাচ সহজেই জিতে নিতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
LSG vs DC, 1st innings : লখনউ সুপার জায়ান্টস দলের দুরন্ত বোলিং, লড়লেন শুধু পৃথ্বী এবং ঋষভ পন্থ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement