আগাম জামিনের আবেদন করলেন প্রত্যুষার প্রেমিক
Last Updated:
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় আদালতে আগাম জামিনের আবেদন করলেন তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ।
#মুম্বই: প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় আদালতে আগাম জামিনের আবেদন করলেন তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ। মুম্বইয়ের বাঙ্গুরনগর থানায় রাহুলের বিরুদ্ধে মেয়েকে ভয় দেখানো এবং অত্যাচার করার অভিযোগ এনেছিলেন প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতেই রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করে পুলিশ। এদিকে রাহুলের মধ্যেও আত্মহত্যার চেষ্টার প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক।চিকিৎসকদের দাবি, রাহুল মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। মাঝেমধ্যেই প্রত্যুষার নাম ধরে চিৎকার করছেন। সন্তোষ গয়াল নামে এক চিকিৎসকের কথায়, ‘‘ওঁকে এখন হাসপাতাল থেকে ছেড়ে দিলে উনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন।’’
এদিকে রাহুলের আইনজীবী নীরজ গুপ্ত সংবাদসংস্থাকে জানান, তিনি আর রাহুলের হয়ে মামলা লড়তে চান না। তাঁর কথায়, ‘‘মক্কেল যদি আইনজীবীকে সব তথ্য ঠিকঠাক না দেন, তাহলে মামলা লড়া সম্ভব হয় না।’’ নীরজের দাবি, রাহুল ভুল তথ্য দিয়ে তাঁকে বিভ্রান্ত করেছেন। সকলে যাতে সুবিচার পান, সে জন্যই মানবিকতার খাতিরে তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
advertisement
Location :
First Published :
April 07, 2016 9:17 AM IST