অনুশীলনে ফিরলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেই রোনাল্ডো? কোচ স্যান্টোসের নয়া ছক!
- Published by:Raima Chakraborty
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
গ্রুপের শেষ ম্যাচে নামছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল লড়াই। রিজার্ভ বেঞ্চের পরীক্ষায় পর্তুগাল কোচ।
#দোহা: গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। শেষ ১৬ ইতিমধ্যেই নিশ্চিত। তাই পরীক্ষার পথে কোচ পর্তুগাল কোচ স্যান্টোস। রোনাল্ডোকে বিশ্রাম নাকি শুরু থেকেই সেই নিয়ে জল্পনা। তবে গ্রুপের শেষ ম্যাচে নামার আগেও চলছে গোল নিয়ে যত গন্ডোগোল। ফিফা থেকে বল প্রস্তুতকারী সংস্থা, সবাই ঘোষণা করে দিয়েছে, বলে রোনাল্ডোর নো টাচ। তবুও রোনাল্ডো দাবি থেকে সরেননি। তাই গোল তুমি কার বিতর্ক চলছেই।
এর মাঝেই গ্রুপের শেষ ম্যাচে নামতে চলেছে পর্তুগাল। নিয়মরক্ষার ম্যাচে ব্রুনোদের সামনে দক্ষিণ কোরিয়া। গ্রুপ এইচের যাবতীয় অঙ্ক দ্বিতীয় দল কে হবে তা নিয়ে। যদিও গ্রুপের সমীকরণে সঙ্গে জোর চর্চায় অনুশীলনে রোনাল্ডোর গরহাজিরা নিয়ে। বুধবারের প্র্যাক্টিসে ছিলেন না সিআর সেভেন। জল্পনা তিনি নাকি গোল নিয়ে গোঁষা করেছেন। তবে টিম ম্যানেজমেন্টের দাবি, স্পেশাল রিহ্যাব করছিলেন রোনাল্ডো তাই অনুপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: পুল সেশনে ফিরলেন নেইমার, ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নামবেন? পরীক্ষার পথে ব্রাজিল কোচ তিতে
লক্ষ্মীবারে অনুশীলনে ফিরেছেন সিআর সেভেন। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পর্তুগাল কোচ রো-কে বিশ্রামও দিতে পারেন বলে খবর। রিজার্ভ বেঞ্চকে দেখা নেওয়াই লক্ষ্য কোচ স্যান্টোস। গ্রুপ থেকে দ্বিতীয় দল হওয়ার দাবিদার বাকি ৩ দলই। পর্তুগালকে হারতে পারলে সনদের সামনে সুযোগ থাকবে অঙ্কের বিচারে। তবে অন্য ম্যাচে ঘানা-উরুগুয়ে ম্যাচ ড্র হতে হবে। আর গোলপার্থক্যে এগিয়ে থাকতে হবে এশিয়ার দলটিকে। তবে এই গ্রুপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ ঘানা বনাম উরুগুয়ে। ২০১০ সালের বদলা নিতে তৈরি আফ্রিকার দেশটি। সেই ম্যাচে কাভানিদের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে সেমিফাইনালে উঠতে পারেনি ঘানা। নিশ্চিত গোল হাত দিয়ে বাঁচিয়ে লালকার্ড দেখেছিলেন সুয়ারেজ। ১২ বছর পরেও সেই হারের ক্ষত ঘানার মনে। জিতলেই শেষ ১৬ নিশ্চিত।
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়ের মরশুমে রেস্তোরাঁয় চমক 'আইবুড়ো ভাত' থালি, মাটন-চিকেন-ইলিশ-আলু পোস্ত কিছু বাদ নেই!
তাই বদলার ম্যাচে সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপাতে তৈরি ঘানা। এদিকে এবারের উরুগুয়ে ২ ম্যাচে একটিতে জিততে পারেনি। তাদের পারফরম্যান্স অতীতের ছায়া মাত্র। তবে খাতায়-কলমে উরুগুয়েরও সুযোগ রয়েছে। ঘানাকে হারতে পারলে ৪ পয়েন্ট হবে সুয়ারেজদের। আর পর্তুগাল দক্ষিণ কোরিয়াকে হারালেই বাজিমাত। প্রি-কোয়ার্টারে উঠবে উরুগুয়ে। তবে সেক্ষেত্রে ঘানার বিরুদ্ধে টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলতে হবে প্রথম বিশ্বচ্যাম্পিয়নদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2022 3:52 PM IST