ফের অঘটনের লক্ষ্যে মরক্কো, প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পর্তুগাল

Last Updated:

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পর্তুগাল ও মরক্কো। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আফ্রিকার দেশটি। ৪২ মিনিটে দরন্ত হেডে গোল করেন মরক্কোর নাসিরি।

#দোহা: বিশ্বকাপের স্বপ্নের দৌড় অব্যাহত মরক্কোর। পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে আরও এক অঘটন ঘটানোর লক্ষ্যে এক কদম এগিয়ে থাকল আফ্রিকান দেশটি। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে উইসুফ এন নাসিরির গোলে এগিয়ে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। আক্রমণ প্রতিআক্রমণে খেলা চললেও প্রথমার্ধের ৪২ মিনিটে দরন্ত হেডে গোল করেন নাসিরি।
সুইৎজারল্যান্ড ম্যাচের পর মরক্কোর বিরুদ্ধেও পর্তুগালের হেডস্যার ফার্নান্ডো স্যান্টোস রোনাল্ডোকো ছাড়াই প্রথম একাদশ নামান। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে পর্তুগীজরা। অপরদিকে, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার রণনীতিতে খেলে মরক্কো। যেমনটা খেলেছিল স্পেনের বিরুদ্ধে। ম্যাচের প্রথমার্ধে বল পজিশনও ৬৪ শতাংশ ছিল পর্তুগালের দখলে।
পর্তুগাল একের পর এক অ্যাটাক করলেও মরক্কোর ডিফেন্স লাইন ভাঙতে সমর্থ হয়নি। প্রথমার্ধের ৪১ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৪৩ মিনিটে ক্রস থেকে হেড করে গোল করে যান নাসিরি। কিন্তু এই গোলে পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্টার আউটিং নিয়ে প্রশ্ন উঠবে। আরও আগে বেরিয়ে এসে বল ফিস্ট করা উচিৎ ছিলই বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। প্রথমার্ধের শেষের দিকে পর্তুগালের একটি শট বারে লাগে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকান দেশটি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের অঘটনের লক্ষ্যে মরক্কো, প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পর্তুগাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement