ঘানার বিরুদ্ধে রক্তচাপ বাড়িয়ে জিতল রোনাল্ডোর পর্তুগাল, নাটকীয় দ্বিতীয়ার্ধে হল পাঁচ গোল

Last Updated:

Portugal beat Ghana three goals to two as Ronaldo along with Felix and Leao scores at Qatar World Cup. ঘানার বিরুদ্ধে রক্তচাপ বাড়িয়ে জিতল রোনাল্ডোর পর্তুগাল, নাটকীয় দ্বিতীয়ার্ধে হল পাঁচ গোল

দ্বিতীয়ার্ধে জলে উঠলেন পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ
দ্বিতীয়ার্ধে জলে উঠলেন পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ
পর্তুগাল - ৩
( রোনাল্ডো, ফেলিক্স, লিয়াও)
ঘানা - ২
advertisement
( আয়ু, বুখারি
#দোহা: পর্তুগালের কাতার বিশ্বকাপ ভবিষ্যৎ কেমন হবে তা শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উপর নির্ভরশীল নয়। বিশ্বকাপে আসার আগে এমনটাই জানিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যানটস। হয়তো বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখাই যেত না এবার। কারণ যোগ্যতা নির্ধারণ পর্বে সার্বিয়ার কাছে হেরে অনিশ্চিত হয়ে পড়েছিল পর্তুগালের ভবিষ্যৎ।
advertisement
শেষমেষ ম্যাসাডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা পায় পর্তুগাল। তাই গ্রুপ পর্বের ভুল ত্রুটি শুধরে অষ্টমবার বিশ্বকাপ খেলতে নেমেছিল পর্তুগাল।
আগে পর্তুগালের হয়ে চারটি বিশ্বকাপে মোট ১৭টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। করেছেন সাতটি গোল। আজ রোনাল্ডো ভক্তদের দেখার ছিল কি করেন তাদের প্রিয় তারকা। প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে প্রথম ১৫ মিনিটের মধ্যেই সুযোগ পেয়ে গিয়েছিলেন রোনাল্ডো।
advertisement
একবার অল্পের জন্য গোলরক্ষক আগে পৌঁছে যান। দ্বিতীয়বার তার হেড নিশানায় ছিল না। ৭০ শতাংশ বলের দখল রেখেও গোল তুলতে ব্যর্থ ছিল পর্তুগাল। নেভেস, ফেলিক্স, ওটাভিওরা সবকিছু করছিলেন, কিন্তু বক্সের মধ্যে ফাইনাল ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছিলেন। ঘানার ফুটবলাররা পৌঁছে যাচ্ছিলেন সঠিক জায়গায়।
আসলে পর্তুগাল প্রচুর পাস খেললেও, যে দ্রুততা এবং ডিফেন্সের মাঝখানে বল ফেলা দরকার সেটাই হচ্ছিল না। উল্টে বিরতির পর ঘানা কয়েকবার কাউন্টার অ্যাটাক থেকে বিপদের সৃষ্টি করেছিল। ৬৫ মিনিটে বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করেন সালিসু। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি রোনাল্ডো। দেশের জার্সিতে ১১৮ গোল হয়ে গেল তার। একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড।
advertisement
কিন্তু পিছিয়ে পড়েও লড়াই থেকে সরে যায়নি আফ্রিকার দল। আয়ু, পার্টি, কুদস, উইলিয়ামসরা প্রেস করতে থাকেন। ওটাভিওর বদলে উইলিয়াম কর্ভালহকে নামায় পর্তুগাল। ৭৩ মিনিটে গোল শোধ করে দিল ঘানা। বাঁদিক থেকে কুদুসের ক্রস আসতেই অভিজ্ঞ আয়ু বল জালে জড়িয়ে দিলেন। সমান্তরাল লাইনে দাঁড়িয়ে পর্তুগিজ ডিফেন্স।
৭৭ মিনিটে আবার এগিয়ে গেল পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজ পাস বাড়ালে গোল করে গেলেন ফেলিক্স। তিন মিনিট পর আবার গোল পর্তুগালের। গোলদাতা পরিবর্তন হিসেবে নামা রাফাল লিয়াও। ফুটবলে কয়েক মিনিটের ব্যবধানে সব বদলে যায় আবার প্রমাণ হল। পর্তুগালে রক্তচাপ বাড়িয়ে ৮৮ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল তুলে নিল ঘানা। বুখারি হেডে গোল করলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘানার বিরুদ্ধে রক্তচাপ বাড়িয়ে জিতল রোনাল্ডোর পর্তুগাল, নাটকীয় দ্বিতীয়ার্ধে হল পাঁচ গোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement