শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারতীয় মহিলা দল, শুভেচ্ছা জানালেন প্রধীনমন্ত্রী মোদী

Last Updated:

একতরফা ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

#দিল্লি: সপ্তমবারের জন্য় মহিলা এশিয়া কাপ চ্য়াম্পিয়ন হয়ে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মেগা ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি হরমনপ্রীত কউরের দল। ব্য়াটে-বলে অনবদ্য় পারফরম্য়ান্স করেন রেণুকা সিং ও স্মৃতি মন্ধনা। ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জেতে মহিলা টিম ইন্ডিয়া। এশিয়া সেরা হওয়াক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় দল।
এমন ঐতিহাসিক দিনে দেশের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী মোদি টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি নিজের বার্তায় লিখেছেন,'ভারতীয় দল আমাদের গর্বিত করেছে। তাদের দৃঢ়তা এবং দক্ষতা দেখে আমি আপ্লুত। মহিলা এশিয়া কাপ জেতার জন্য দলকে অভিনন্দন। ওদের পারফরম্যান্স এবং দলগত ভাবে লড়াইটা দারুন ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।' প্রধানমন্ত্রীর ট্য়ুইট রিট্য়উট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচে প্রথম ব্য়াটিং করে মাত্র ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে চামারি আত্তাপাত্তুর দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রেণুকা সিং। এছাড়া দুটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা। রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ৮.৩ ওভারে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় টিম ইন্ডিয়া। ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারতীয় মহিলা দল, শুভেচ্ছা জানালেন প্রধীনমন্ত্রী মোদী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement