ভারতীয় হকিতে সোনালী দিন, সোনা জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ভারতীয় হকিতে সোনালী দিন। এশিয়ান গেমসে হকিতে সোনা জিতল ভারতীয় দল। ফাইনালে জাপানকে ৪-১ গোলে হারিয়ে সোনা জিলন হরমনপ্রীত সিং, মনপ্রীত সিংরা। সোনা জয়ের পর ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানালেন মোদী। PM Narendra Modi Congratulate Indian Hockey Team after win Gold Medal in Asian Games 2023.
এশিয়ান গেমসে ভারতীয় হকি দল সোনা জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা। ঐতিহাসিক সাফল্যের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের হৃদয় ভারতীয় হকি দল জিতে নিয়েছে বলে এই জয়কে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
নিজের এক্স অ্যাকাউন্ট (পূর্বে ট্যুইটার)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,”এশিয়ান গেমসে আমাদের পুরুষ হকি দলের এই গোল্ড মেডেল জয় করে দেশবসীর স্বপ্নপূরণ করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য দলকে অভিনন্দন। এই দলের অটল প্রতিশ্রুতি, আবেগ এবং সমন্বয়ের প্রমাণ। শুধু খেলাই নয় অগণিত ভারতীয়দের হৃদয় জয় করে নিয়েছে। এই বিজয় তাদের চেতনার প্রমাণ। আগামির জন্য শুভ কামনা।”
advertisement
An exhilarating Gold Medal triumph by our Men’s Hockey Team at the Asian Games! Congratulations to the team for this outstanding performance. This team’s unwavering commitment, passion and synergy have not only won the game but also the hearts of countless Indians. This victory… pic.twitter.com/WFX6sbMzKc
— Narendra Modi (@narendramodi) October 6, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, এদিন ফাইনালে শুরু থেকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনও গোল আসেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ২৫ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন মনপ্রীত সিং। এরপর ৩২ মিনিটে আসে দ্বিতীয় গোল। গোল করেন হরমনপ্রীত সিং। ৩৬ মিনিটে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন অমিত রোহিদাস। ৪৮ মিনিটে গোল করেন অভিষেক। ম্যাচের ৫১ মিনিটে জাপান একটি গোল শোধ করলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করেন হরমনপ্রীত সিং।
advertisement
প্রসঙ্গত, গতবার এশিয়ান গেমসে সেনি ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। ব্রোঞ্জ মেডেল ম্যাচে পাকিস্তান হারিয়ে তৃতীয় হয়েছিল ভারত। তবে এবার শুরু থেকেই পুরো প্রতিযোগিতায় ডনমিনেট করে সোনা জিতল ভারত। আরও একবার এশিয় সেরা হয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় হকি দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 11:00 PM IST