Pcb Afraid Of Narendra Modi: নরেন্দ্র মোদি চাইলেই পাকিস্তানে ক্রিকেট বন্ধ করে দেবেন, আতঙ্কে পিসিবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
PCB Rameez Raza: ভারতের প্রধানমন্ত্রী চাইলে যে কোনও দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসে তালা ঝুলিয়ে দিতে পারেন। কেন এমন কথা বললেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা!
#ইসলামাবাদ: নরেন্দ্র মোদি। নামটা শুনলেই যেন এখন আতঙ্ক ছড়াচ্ছে পাকিস্তান ক্রিকেটে। না, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে ক্রিকেট বন্ধের কোনও হুমকি এখনও পর্যন্ত দেননি। তবে পিসিবি আন্দাজ করছে, নরেন্দ্র মোদি চাইলে যে কোনও দিন পাকিস্তানে ক্রিকেট বন্ধ করে দিতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসে যে কোনও দিন তালা ঝুলিয়ে দিতে পারেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা আশঙ্কা প্রকাশ করেছেন, ভারতের হাতেই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভবিষ্যত্।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবর ভারতের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করে এসেছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহু বছর ধরে। অদূর ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনাও নেই। তবে এর আগে পিসিবি দাবি করে এসেছে, ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও তাদের কিছু যায় আসে না। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান অতীতে বারবার দাবি করেছিলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়। তবে পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজার মুখে ঠিক উল্টো কথা। তিনি বলছেন, ভারতের হাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের জিয়নকাঠি রয়েছে।
advertisement
আরও পড়ুন- ইতালি থেকে আসছে স্পেশাল বাথটব, স্নানের জন্য রোনাল্ডোর খরচ কত শুনবেন?
কিন্তু ব্যাপারটা কী! হঠাত্ করে কেন পিসিবি চেয়ারম্য়ান ভারত-বন্দনায় নামলেন! পাকিস্তানের সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসে রামিজ রাজা বলেছেন, পিসিবির ৫০ শতাংশ অর্থের জোগান দেয় আইসিসি। আইসিসি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে। লাভের টাকা তারা সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেয়। অন্যদিকে, আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের বাজার থেকে। এখন আমাদের ভয় হল, ভারত যদি অর্থের জোগান বন্ধ করে দেয় তা হলে পাকিস্তান ক্রিকেটের বড় ক্ষতি হতে পারে। কারণ ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির উপর পাকিস্তানের ক্রিকেট নির্ভরশীল।
advertisement
advertisement
#Pakistan Cricket Board runs 50% on the funding of @ICC whereas 90٪ of funding to ICC comes from #India. I'm afraid if #NarendraModi stopped funding #ICC than #PCB might collapse and that's a reality because PCB gives 0% funding to ICC: Says Chairman PCB Ramiz Raja #Cricket pic.twitter.com/sV4lULfxnw
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) October 7, 2021
advertisement
এর পর রামিজ রাজা আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী চাইলে যে কোনও দিন পিসিবির ধ্বংস করতে পারেন। কাল যদি তিনি মনে করেন, পাকিস্তানকে আর কোনও অর্থ দেওয়া হবে না তা হলে পিসিবিতে তালা ঝুলবে। আইসিসিকে পাকিস্তানের কোনও অর্থ জোগান দেয় না। ফলে আইসিসিতে আমাদের কোনও গুরুত্ব নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2021 11:31 PM IST