Piyali Basak: অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক, অক্সিজেন ছাড়াই কামাল বাংলার মেয়ের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কাঠমান্ডু: কোনও স্পন্সর এগিয়ে আসেনি তার জন্য। সরকার যদি সাহায্য করে তার দিকে তাকিয়ে ছিলেন এই পর্বতারোহী। কাঁটাপুকুরের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা। সেই সঙ্গে মা ও বোনকে নিয়ে চারজনের সংসার। ওষুধ পথ্যের খরচ যোগাতে হিমশিম খেতে হয়। কিন্তু বাংলার পর্বত কন্যা পিয়ালী বসাককে দমিয়ে রাখা যায়নি। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক,আজ সকাল ৮.২৫ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম(৮০৯১ মিটার)ও দূর্গম শৃঙ্গে আহরোণ করেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী।
গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালী বসাক। সোমবার স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালী। পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালী।
২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালী, তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাকে খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী এবং তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।
advertisement
advertisement
এবার সেই আরো এক আট হাজারী শৃঙ্গ জয় করলেন। পিয়ালীর বোন তমালী বসাক জানান,নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছেন অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা সামিট করেছেন পিয়ালী। বিনা অক্সিজেনে চেষ্টা করেছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। এখন দেখার পিয়ালীর এই নতুন ইতিহাস তৈরির পর তার ভাগ্য এবং পরিস্থিতি বদলায় কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 4:33 PM IST