পাকিস্তানের মোশারফ অন্ধ ভক্ত ছিলেন ধোনির! মাহিকে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ উপদেশ

Last Updated:

Former Pakistan president Pervez Musharraf was one of the biggest fans of MS Dhoni. পাকিস্তানের মোশারফ অন্ধ ভক্ত ছিলেন ধোনির! মাহিকে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ উপদেশ

ভারতের পাকিস্তান সফরে ধোনিতে মুগ্ধ ছিলেন মোশারফ
ভারতের পাকিস্তান সফরে ধোনিতে মুগ্ধ ছিলেন মোশারফ
#দুবাই: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির তখন বয়স মাত্র এক। সে সময় ঘাড় পর্যন্ত লম্বা চুল ছিল ধোনির। সেই চুলের জন্য বেশ জনপ্রিয়ও ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর চুলের ভক্ত তালিকায় অসংখ্য ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ছিলেন মুশারফও। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ককে রাজনীতির জটিলতার বাইরে রাখতে পছন্দ করতেন মুশারফ।
দু’দেশের ক্রিকেট ম্যাচ দেখতে ২০০৫ সালের মার্চ মাসে দিল্লিতেও এসেছিলেন কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে। ১৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে করেছিলেন ৭২ রান। লাহোরের ২২ গজে সে দিন ধোনির স্ট্রাইক রেট ছিল ১৫৬.৫২। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে মাঠে দাঁড়িয়ে ভারতের জয়ের প্রশংসা করেছিলেন মোশারফ।
advertisement
advertisement
তিনি জানিয়েছিলেন পাকিস্তান ভাল খেলেছে, কিন্তু সেটা ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট নয়। পারভেজ মোশারফ মহেন্দ্র সিং ধোনিকে উপদেশ দিয়েছিলেন লোকের কথা শুনে তিনি যেন লম্বা চুল কেটে না ফেলেন। লম্বা চুল তাকে মানায়। থামস আপ দেখিয়ে মেনে নিয়েছিলেন মাহি। সেই সময় মহেন্দ্র সিং ধোনি ভবিষ্যতে গিয়ে এত বড় নাম করবেন কেউ বুঝতে পারেননি। তবে মোশারফ ধোনিকে বলেছিলেন আমি তোমার ভক্ত।
advertisement
তোমার আক্রমণাত্মক ব্যাটিং আমার দারুন পছন্দের। সেবার পুরো ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল। সৌরভ, সচিন, যুবরাজদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের মোশারফ অন্ধ ভক্ত ছিলেন ধোনির! মাহিকে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ উপদেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement