ICC T20 World Cup 2024: বিশ্বকাপে বিপর্যয়ের জেরে বিপাকে পাক ক্রিকেটাররা, কী পদক্ষেপ নিতে পারে পাক বোর্ড?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: বিশ্বকাপে দুর্বল আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে হারতে হয় বাবরদের। এ বার বিশ্বকাপে বিপর্যয়ের জন্য ব্যবস্থা নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ইসলামাবাদ: আমেরিকা বনাম আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় চাপে পড়েছে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত বারের টি২০ বিশ্বকাপের রানার্সদের। বিশ্বকাপে দুর্বল আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে হারতে হয় বাবরদের। এ বার বিশ্বকাপে বিপর্যয়ের জন্য ব্যবস্থা নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ছাড়াও তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ানের বেতম কমাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাক বোর্ডের কিছু কর্তা এবং প্রাক্তন ক্রিকেটাররা পিসিবির চেয়ারম্যান মহসিন নকভিকে উপদেশ দিয়েছেন ক্রিকেটারদের বেতন নিয়ে পুনর্বিবেচনা করার জন্য।
advertisement
advertisement
সংবাদ সংস্থা পিটিআইকে এক বিশ্বস্ত সূত্ মারফত জানানো হয়েছে, খেলোয়ারদের কেন্দ্রীয় চুক্তির পর্যালোচনা করা হতে পারে, এমনকী খেলোয়ারদের বেতন কমানোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
চলতি বিশ্বকাপ নিয়ে নয় বিশ্বকাপের তিনটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। ২০০৯ সালে টি২০ বিশ্বকাপের পরে ২০২২ সালের টি২০ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের। গত বছর পাক ক্রিকেটারদের উল্লেখযোগ্য ভাবে বেতন বাড়ায় পিসিবি। শুধু তাই নয়, পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেন এ বার বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়ারকে ৮৩ লক্ষ টাকা (১ লক্ষ মার্কিন ডলার) বোনাস দেওয়া হবে, কিন্তু বাস্তবে বিপর্যয় ঘটেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 5:31 PM IST