IND vs PAK: `ক্রিকেটে ভারত হাতি, পাকিস্তান মশা'! পাক বোর্ডের চেয়ারম্যান সহজ সত্যিটা স্বীকার করলেন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লাহোর: ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন বিশ্ব ক্রিকেটে ভারত এবং বিসিসিআই হাতির মতো। প্রচন্ড শক্তিশালী সবদিক থেকে। টাকা থেকে ক্ষমতা, ভোট এবং অন্যান্য ক্ষেত্রেও আইসিসিকে হাতের মুঠোয় রাখতে পারে বিসিসিআই। সেই তুলনায় পাকিস্তান মশা। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটের ৯০% বাজার ভারতের। বেশিরভাগ ব্রডকাস্টার থেকে শুরু করে দর্শক, ক্রিকেট ধারাভাষ্যকার, বিজ্ঞাপন দাতা – সব ভারতীয়।
তাই এশিয়া কাপ হাইব্রিড মডেলে হচ্ছে জেনে তিনি খুশি। আর বেশি লড়াই চান না বিসিসিআইয়ের সঙ্গে। এমনকি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান এই ব্যাপারে সমস্যা নেই পিডিবির। তবে ঠিক উল্টো সুরে কথা বলেছেন জাভেদ
মিয়াঁদাদ। ভারতের একগুঁয়েমির কারণে বেজায় চটেছেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সংবাদমাধ্যমকে কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেছেন, তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে ভারত বিশ্বকাপ বয়কট করতেন।
advertisement
advertisement
Najam Sethi 🗣️:-
“BCCI wants India vs Pakistan in front of 100,000 people but there could be a security threat to us in front of 100,000 people or maybe not. Let our government decide”#BCCI #PCB #ODIWorldCup2023 #cricket pic.twitter.com/q0r8XCQRqD
— Uzaif Malik (@malik_ozaif) June 18, 2023
advertisement
পাকিস্তান ২০১২ সালে ভারত সফর করেছে। এমনকি ২০১৬ সালেও (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) গিয়েছিল। এবার ভারতীয়দের এখানে (পাকিস্তানে) আসার পালা। আমাকে যদি সিদ্ধান্ত নিতে দেওয়া হতো, আমি কখনই ভারতে যেতাম না। এমনকি বিশ্বকাপ খেলতেও নয়। আমরা সব সময় ওদের সঙ্গে খেলতে প্রস্তুত থাকি। কিন্তু ওরা সেভাবে সাড়া দেয় না। পাকিস্তানের ক্রিকেটের মান ভারতের চেয়ে অনেক ভাল। আমরা এখনও অনেক বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছি। তাই আমরা ভারতে না গেলেও কিছু আসবে-যাবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 12:46 PM IST