পোগবা, গ্রিজম্যানদের ছাপিয়ে নায়ক পায়েত, দুরন্ত জয় ফ্রান্সের !

Last Updated:

ফ্রান্স: ২ ( জিরু- ৫৮', দিমিত্রি পায়েত- ৮৯') রোমানিয়া : ১ ( বোগদান স্ট্যাঙ্কু- ৬৫'-পেনাল্টি)

ফ্রান্স: ২ ( জিরু- ৫৮', দিমিত্রি পায়েত- ৮৯')
রোমানিয়া :  ১ ( বোগদান স্ট্যাঙ্কু- ৬৫'-পেনাল্টি)
#প্যারিস:  প্লাতিনি-জিদানদের শিল্প নেই। নেই তিগানার মুন্সিয়ানাও। তবু জয় দিয়েই ইউরো অভিযান শুরু ‘ল্যে ব্লুজ’-দের। ইউরোর উদ্বোধনী ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারাল ফ্রান্স। শেষ মুহূর্তে গোল করে স্তাদ দ্য ফ্রান্সে নায়ক ওয়েস্টহ্যামের দিমিত্রি পায়েত।
advertisement
ইউরোতে যে এবার তুমুল লড়াই হতে চলেছে ৷ প্রথম ম্যাচেই তার কিছুটা আভাস পাওয়া গেল ৷ এদিনের ম্যাচে শেষ মিনিট পর্যন্ত ছিল উৎকন্ঠা, ছিল টানটান উত্তেজনা। শেষপর্যন্ত পোগবাকে ছাপিয়ে স্তাদ দ্য ফ্রান্সে নায়ক দিমিত্র পায়েত। জয় দিয়েই ইউরো অভিযান শুরু আয়োজক দেশ ফ্রান্সের। রোমানিয়াকে ২-১ গোলে হারাল তারা।
advertisement
নভেম্বরে জঙ্গিহানার স্মৃতি বুকে লেপটেই স্তাদ দ্য ফ্রান্সে নেমে ছিলেন পোগবা, জিরু, গ্রিজম্যানরা। ম্যাচে আগাগোড়া দাপট ছিল ল্যে ব্লুজ-দেরই। কিন্তু ফরাসি টাচের সেই মুন্সিয়ানা কোথায়। রোমানিয়ার মতো গড়পড়তা দলের বিরুদ্ধেও হোঁচট খেতে খেতে শেষ মিনিটে জয় পেল তারা। পোগবা, জিরু, মাতুইদি, গ্রিজম্যানদের ছাপিয়ে নায়ক ওয়েস্টহ্যামের অখ্যাত পায়েত। জয় এলেও তাই ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর কপালে চিন্তার ভাঁজ।
advertisement
dimitri-payet-france-romania-uefa-euro-2016-10062016_1uqki00498irn1na4161157hk5
শুরু থেকেই এদিন রোমানিয়ার অ্যাটাকিং থার্ডে চেপে বসেছিল ল্যে ব্লুজ-রা। কাউন্টার অ্যাটাকে গোল করে বাজি মারার চেষ্টায় ছিল রোমানিয়া। ৫৭ মিনিটে অলিভার জিরুর গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশঁর দল। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় লাগেনি রোমানিয়ার। প্যাটট্রিক এভ্রার বক্সের মধ্যে ট্রিপ করলে পেনাল্টি থেকে রোমানিয়াকে ম্যাচে ফেরায় স্ট্যাঙ্কু।
advertisement
গ্রিজম্যানরা সুযোগ নষ্ট না করলে স্কোরলাইন বদলে যেতে পারতো অনেক আগেই। গ্রুপ পর্যায়ে উতরে গেলেও নক-আউট পর্বে বেঞ্জিমার জন্য আফশোস হতে পারে দেশঁর। শেষ মুহূর্তে পায়েতের গোলে জয় এলেও তাই অস্বস্তির চোরাকাঁটা বিঁধেই রইল লে ব্লুজ-দের মিশন ইউরোয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পোগবা, গ্রিজম্যানদের ছাপিয়ে নায়ক পায়েত, দুরন্ত জয় ফ্রান্সের !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement