Gold Medal In Paralympics: ভারতের দারুণ দিন, সোনা জিতলেন ভারতীয় শাটলার, নীতিশ কুমারের দারুণ পারফরম্যান্স

Last Updated:

Gold Medal In Paralympics: প্যারালিম্পিক গেমসে এটাই নীতীশের প্রথম সোনা। অবনী লেখারার পর এটাই ভারতের এবারের প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা৷

ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতিশ কুমার
ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতিশ কুমার
প্যারিস: ২০২৪ সালের প্যারালিম্পিক গেমসে  ভারতের এল দ্বিতীয় সোনার মেডেল৷ শাটলার  নীতীশ কুমার তাঁর স্বপ্নপূরণ করেলেন। প্যারিস প্যারালিম্পিক্সে ২০২৪-এ এটি ভারতের দ্বিতীয় সোনা অন্যদিকে ব্যাডমিন্টনে এটা প্রথম সোনা৷  নীতীশের ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য ধন্যবাদ, ভারত পদক তালিকায় ৪ স্থানের বিশাল লাফ দিয়েছে। এর ফলে পদক তালিকায় ভারত ২২তম স্থানে পৌঁছেছে। ভারত এ পর্যন্ত গেমসে ২টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছে। প্যারাশুটার অবনী লেখারা প্যারালিম্পিক গেমস ২০২৪-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন৷
নীতীশ কুমার প্যারালিম্পিক গেমস ২০২৪-এ পুরুষদের SL-3 বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তিনি গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে পরাজিত করেন। নীতীশ কুমার এবং ড্যানিয়েল বেথালের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় প্রতিটি পয়েন্টের জন্য কঠিন লড়াই করছিলেন৷
—- Polls module would be displayed here —-
advertisement
advertisement
নীতীশ ম্যাচের প্রথম গেমটি জিতেছে এবং ড্যানিয়েল দ্বিতীয় গেমটি জিতেছে। তৃতীয় ও নির্ধারক খেলার এক পর্যায়ে স্কোর ছিল ১৯-১৯। এরপরে ২০ তম পয়েন্ট জিতে নিতীশ। তাদের ম্যাচ পয়েন্ট থাকলেও সুবিধা নিতে পারেনি। অন্যদিকে, ড্যানিয়েল টানা ২ পয়েন্ট জিতে ম্যাচের লিড নিয়েছিলেন ২১-২০। নীতীশ প্রত্যাবর্তন করেন এবং এক পয়েন্ট জিতে স্কোর ২১-২১ করেন। এরপর নীতীশ আরও একটি পয়েন্ট জিতে ম্যাচ পয়েন্ট নিশ্চিত করেন। এরপর তারা আর কোনো ভুল করেনি এবং ২৩-২১ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। প্যারালিম্পিক গেমসে এটাই নীতীশের প্রথম সোনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gold Medal In Paralympics: ভারতের দারুণ দিন, সোনা জিতলেন ভারতীয় শাটলার, নীতিশ কুমারের দারুণ পারফরম্যান্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement