Manu Bhaker: খেলরত্নের মনোনয়ন নিয়ে বিতর্কের মাঝেই মনু ভাকেরের পোস্ট, জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Manu Bhaker: প্যারিস অলিম্পিকে জোড়া পদক পেয়ে ইতিহাস রতনা করার পরও কেন খেলরত্নের জন্য কেন মনোনীত হল মনু ভাকেরের নাম? এই বিতর্ক ঘিরে উত্তাল ক্রীড়া মহল।
প্যারিস অলিম্পিকে জোড়া পদক পেয়ে ইতিহাস রতনা করার পরও কেন খেলরত্নের জন্য কেন মনোনীত হল মনু ভাকেরের নাম? এই বিতর্ক ঘিরে উত্তাল ক্রীড়া মহল। অন্যরা পেলেও মনুর খামতি কোথায়? উঠছে সেই প্রশ্ন। অবশেষে যাবতীয় বিতর্কের মধ্যে মুখ খুললেন অলিম্পিকে শুটিংয়ে জোড়া পদক জয়ী মনু। জানিয়ে দিলেন তার ভাবনা ও সিদ্ধান্তের কথা।
এই ইস্যুতে যখন চারিদিকে বিতর্ক বেড়েই চলেছে তখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স থেকে বার্তা দিয়েছেন মনু ভাকের। তিনি লিখেছেন,”সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা রত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়নের জন্য চলমান সমস্যা সম্পর্কে-আমি বলতে চাই যে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার ভূমিকা আমার দেশের জন্য খেলা এবং পারফর্ম করা। পুরস্কার এবং স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করে কিন্তু আমার লক্ষ্য নয়। আমার মনে হয় মনোনয়নের জন্য আবেদন করার সময় আমার তরফ থেকেও কোনও খামতি হয়ে থাকতে পারে। পুরস্কার যাই হোক না আমি দেশের জন্য আমি আরও পদক জয়ের জন্য অনুপ্রাণিত থাকব। সবার কাছে অনুরোধ, দয়া করে এই বিষয়ে জল্পনা তৈরি করবেন না।”
advertisement
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) December 24, 2024
advertisement
প্রসঙ্গত, ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের সোনাজয়ী প্রবীণ কুমাররা খেলরত্নের জন্য মনোনয়ন পেয়েছেন। কিন্তু মনোনয়নের চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে মনুর নাম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মনু ভাকেরের বাবাও। এমনকী তিনি জানিয়েছিলেন মনুও এই ঘটনায় খুবই হতাশ হয়েছেন।ং
advertisement
মনুর বাবা জানিয়েছিলেন মনু তাঁকে একান্তে জানিয়েছেন,”আমার অলিম্পিকে যাওয়া এবং দেশের জন্য পদক জেতা উচিত হয়নি। সত্যি বলতে, আমার খেলোয়াড় হওয়াই উচিত হয়নি।” কিন্তু মনু যদি হতাশ ও ক্ষুব্ধ হয়েই থাকে তারপর এই ধরনের পোস্ট কি কোনও চাপে? উঠছে প্রশ্ন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 7:24 PM IST