এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!

Last Updated:

Vinesh Phogat: তবে ভিনেশের সঙ্গে সঙ্গে দেশবাসীর স্বপ্নও চুরমার হয়ে গিয়েছে। আসলে ওজনের কারণে মহিলাদের ৫০ কেজির ক্যাটাগরি থেকে ডিসকোয়ালিফায়েড হয়ে গিয়েছেন ভিনেশ।

কলকাতা: প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি ক্যাটাগরিতে ঐতিহাসিক জয় পেয়েছিলেন ভিনেশ ফোগট। ফলে তাঁর সোনা জয়ের আশায় বুক বেঁধেছিলেন গোটা দেশের মানুষ। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ। ওজন বেশি থাকায় ফাইনালে নামেত পারেননি তিনি।
ভিনেশের জয়ের পরে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ হ্যাশট্যাগ দঙ্গল ট্রেন্ড করছে। আসলে ২০১৬ সালে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল বায়োপিক ধর্মী ছবি ‘দঙ্গল’। তাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে।
এবার সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল চাইছেন নেটিজেনরা। কারণ কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট।
advertisement
advertisement
আরও পড়ুন- রাহুল দ্রাবিড়ের নতুন চাকরি! হচ্ছেন ‘এই’ দলের কোচ, সৌরভ দিলেন খবর
এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা, যিনি অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন। তবে ভিনেশের সঙ্গে সঙ্গে দেশবাসীর স্বপ্নও চুরমার হয়ে গিয়েছে।
আসলে ওজনের কারণে মহিলাদের ৫০ কেজির ক্যাটাগরি থেকে ডিসকোয়ালিফায়েড হয়ে গিয়েছেন ভিনেশ। জানা গিয়েছে যে, তাঁর ওজন ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি হয়েছে। সেই কারণেই এমন বেদনাদায়ক পরিণতি।
advertisement
তবে সেমিফাইনালে ভিনেশের দুর্ধর্ষ জয়ের পরেই তাঁর অনুপ্রেরণাদায়ক সফরের উপর একটি ছবি করার জন্য গলা ফাটাতে শুরু করেন ভক্তরা। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “দঙ্গল ২: আমি তো বসে পড়েছি এখন থেকেই। আর প্রেক্ষাগৃহের কর্মীরা ভয় পেয়ে গিয়ে আমায় বলছেন চলে যান। কারণ এই ছবিটার ঘোষণা এখনও হয়নি। কারা অভিনয় করবেন, সেটাও চূড়ান্ত হয়নি। কিন্তু তা-ও আমি এখন থেকেই বসে পড়েছি।”
advertisement
আর এক ব্যবহারকারী রিও ২০১৬, টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ অলিম্পিকস-এ ভিনেশের একটি মন্তাজও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “এবার ‘দঙ্গল ২’-এর সময়।”
তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, মুখ্য ভূমিকায় ভিনেশ ফোগটকে নিয়েই ‘দঙ্গল’ বানানো উচিত আমির খানের। বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘দঙ্গল’।
আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন ‘এই’ পরামর্শ, আজও মেনে চলেন সৌরভ! বড় রহস্য ফাঁস
সারা বিশ্বে মোট ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছবিতে মহাবীর সিং ফোগটের ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। যিনি একজন কুস্তিগীর।
advertisement
দুই কন্যা গীতা ফোগট এবং ববিতা কুমারী যাতে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হতে পারেন, তাঁর জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন মহাবীর সিং ফোগটই। প্রাপ্তবয়স্ক ফোগট বোনেদের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাক্ষী তনওয়ার।
ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর।
advertisement
প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট।
এর পর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement