Paris Olympics 2024: ২০২১-র অলিম্পিক্সের থেকে ২০২৪- এ অনেকটাই খারাপ পারফরম্যান্স ভারতের, পদক তালিকায় কত নম্বরে থেকে শেষ করল টিম ইন্ডিয়া

Last Updated:

Paris Olympics 2024:শেষ হল প্যারিস ২০২৪ অলিম্পিক্স পদকের তালিকায় শীর্ষে আমেরিকা আর দ্বিতীয় স্থানে চিন, কোন স্থানে রয়েছে ভারত?

মনু ভাকর ও পি শ্রীজেশ এবার ক্লোজিং সেরিমনিতে বইলেন দেশের পতাকা
মনু ভাকর ও পি শ্রীজেশ এবার ক্লোজিং সেরিমনিতে বইলেন দেশের পতাকা
প্যারিস: ইতিহাসের সবথেকে সফল অলিম্পিক্সের মধ্যে অন্যতম প্যারিস অলিম্পিক গেমস শেষ হয়েছে। আর রবিবার পদকের লড়াইয়ে চিনকে পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। আর দুদ্ধর্ষ ফিনালেতে ১৭ দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৬৭-৬৬ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা বাস্কেট বল দল। অলিম্পিক্সের শেষ সোনা জিতে নেয় আমেরিকা৷
টানা আট বার অলিম্পিক্সে মহিলাদের বাস্কেট বলে জয়ের শিরোপা উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায়। এভাবেই সোনা জেতার দৌড়ে চিনের একেবারে কাছাকাছি চলে এসেছিল তারা। আর পদকের সমগ্র তালিকায় শীর্ষে চলে গেছে আমেরিকা। তাদের ঝুলিতে এখন ১২৬টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের ঝুলিতে ৯১টি পদক। আমেরিকা এবং চিন দুই দেশের ঝুলিতেই রয়েছে ৪০টি সোনার পদক। এছাড়া প্যারিস অলিম্পিক্সে পদকের নিরিখে সেরা দশটি দেশের তালিকা দেওয়া হল।
advertisement
advertisement
২০টি সোনার পদক নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাঁদের ঝুলিতে মোট ৪৫টি পদক। ১৮টি সোনা এবং মোট ৫৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের ঝুলিতে ১৬টি সোনা। এমনিতে তাঁদের হাতে রয়েছে মোট ৬৪টি পদক। ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ঝুলিতে রয়েছে মোট ১৫টি সোনা। আর তাদের মোট পদকের সংখ্যা ৩৪। গ্রেট ব্রিটেন রয়েছে সপ্তম স্থানে। তাদের ঝুলিতে থাকা সোনার পদকের সংখ্যা ১৪ এবং মোট পদকের সংখ্যা ৬৫। অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ১৩টি সোনার পদক। আর মোট পদকের সংখ্যা ৩২। নবম স্থানে থাকা ইতালির হাতে রয়েছে ১২টি স্বর্ণপদক। আর তাদের ঝুলিতে থাকা মোট পদকের সংখ্যা ৪০। আর দশম স্থানে রয়েছে জার্মানি। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি সোনার পদক। এর পাশাপাশি মোট পদকের সংখ্যা ৩৩।
advertisement
কিন্তু এই তালিকায় ভারতের স্থান কততে। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬টি পদক। এর মধ্যে রয়েছে একটি রুপো পদক আর ৫টি ব্রোঞ্জের পদক। যার ফলে প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত পদকের তালিকায় ৭১-তম স্থানে রয়েছে ভারত। তাহলে কিসে কিসে পদক এল ভারতের ঝুলিতে।
নীরজ চোপড়া: রুপো; পুরুষদের জ্যাভলিন থ্রো (অ্যাথলেটিক্স)
advertisement
ভারতীয় পুরুষদের হকি দল: (ব্রোঞ্জ)
মনু ভাকর: ব্রোঞ্জ; মহিলাদের ১০এম এয়ার পিস্তল (শ্য়ুটিং)
স্বপ্নিল কুশালে: ব্রোঞ্জ; পুরুষদের ৫০এফ রাইফল ৩ পজিশনে (শ্যুটিং)
মনু ভাকর এবং সরবজ্যোত সিং: ব্রোঞ্জ; ১০এম এয়ার পিস্তল মিক্সড টিম (শ্যুটিং)
আমন সেহরাওয়াত: ব্রোঞ্জ; পুরুষদের ফ্রিস্টাইল ৫৭কেজি (কুস্তি)
ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য আশা ছিল তুঙ্গে। কারণ টোকিও অলিম্পিক্সে ২০২১-এ ভারতের ঝুলিতে এসেছিল ৭টি পদক – ১টি সোনা, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ফলে পদকের তালিকায় ভারত শেষ করেছিল ৪৮-তম স্থানে। ফলে এবারেও সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার আশা ছিল।
advertisement
কিন্তু এবার সেই পারফরম্যান্সের থেকে অনেকটাই খারাপ টিম ইন্ডিয়ার পারফরম্যান্স৷ এবারের প্যারিস গেমসে মোট ১৬টি স্পোর্টসে অংশ নিয়েছিলেন ১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ। এর মধ্যে অন্যতম হল – তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, হর্স রাইডিং, গলফ, হকি, জুডো, রোয়িং, সেলিং, শ্যুটিং, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং টেনিস।
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: ২০২১-র অলিম্পিক্সের থেকে ২০২৪- এ অনেকটাই খারাপ পারফরম্যান্স ভারতের, পদক তালিকায় কত নম্বরে থেকে শেষ করল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement