Manika Batra: অলিম্পিক্সে নতুন ইতিহাস লিখলেন মনিকা বাত্রা ! প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে পৌঁছে গেলেন প্রি কোয়ার্টারে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
History Created By Manika Batra in Paris Olympics 2024: রাউন্ড অফ ৩২-র ম্যাচে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় পৃথিকা পাভাদেকে। ভারতের প্রথম মহিলা প্যাডলার হিসেবে মনিকা জায়গা করে নিলেন শেষ ষোলোয়।
প্যারিস: প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা উজ্জ্বল করছেন মনিকা বাত্রা। দেশের প্রাক্তন ১ নম্বর টিটি তারকা পৌঁছে গেলেন সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে।
রাউন্ড অফ ৩২-র ম্যাচে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় পৃথিকা পাভাদেকে। ভারতের প্রথম মহিলা প্যাডলার হিসেবে মনিকা জায়গা করে নিলেন শেষ ষোলোয়। খেলার ফল মনিকার পক্ষে ৪-০।
HISTORY CREATED BY MANIKA BATRA 🤩
First Indian Table Tennis player to reach Pre Quaterfinals of Olympic ever….!!!!! 🇮🇳♥️pic.twitter.com/TbWv353yx6
— The Khel India (@TheKhelIndia) July 29, 2024
advertisement
advertisement
মনিকা এদিন জয় ছিনিয়ে নিলেন ৩৭ মিনিটে। ১৯ বছরের পৃথিকাকে তিনি হারালেন ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে। শেষ আটে ওঠার লড়াইয়ে মনিকার প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু ও জাপানের মিউ হিরানোর মধ্যে দ্বৈরথের বিজয়ী।
advertisement
মানিকা বাত্রা এই ম্যাচে টানা ৪-০ ব্যবধানে জিতেছেন। তিনি ম্যাচটি ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে জিতেছিলেন। ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মহিলা খেলোয়াড় অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন। মনিকার দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য আরও একটি পদকের আশা বাড়িয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 9:22 AM IST