দেশের হয়ে অলিম্পিকে সোনা জিতেছেন দু'বার, সেই ক্রীড়াবিদকে প্রার্থী করল বিজেপি

Last Updated:

Olympian devendra jhajharia Bjp candidate: প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাজারিয়াকে দারুণ সুখবর দিল বিজেপি। রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়া, যিনি প্যারালিম্পিকে দুটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছেন, এবার রাজস্থানের চুরু থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়বেন।

নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। ক্রীড়া জগতের সুপরিচিত অ্যাথলিট দেবেন্দ্র ঝাজারিয়া এবারের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
দেবেন্দ্র ঝাজারিয়াকে দারুণ সুখবর দিল বিজেপি। রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়া, যিনি প্যারালিম্পিকে দুটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছেন, এবার রাজস্থানের চুরু থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়বেন।
ভারতীয় প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিন থ্রোয়ার। তিনি এথেন্সে ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রো-তে প্রথমবার স্বর্ণপদক জিতেছিলেন। দেশের দ্বিতীয় প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- অনুষ্কা শর্মার ১৬ বছরের ‘সম্পর্ক’ ভাঙছে! বিরাট কোহলির জীবনে বড় ঘটনা
এছাড়া ইতিহাসে তিনিই একমাত্র ভারতীয় যিনি অলিম্পিক/প্যারালিম্পিকে দুটি স্বতন্ত্র স্বর্ণপদক জিতেছেন।
আরও পড়ুন- লোকসভা ভোটে লড়ছেন যুবরাজ সিং! নিজের অবস্থান স্পষ্ট করলেন ছয় ছক্কার মালিক
দেবেন্দ্র ঝাজারিয়াকে টিকিট দেওয়ার পাশাপাশি চুরু থেকে দু’বারের সাংসদ রাহুল কাসওয়ানের নাম কেটে দেওয়া হয়েছে। এ বছর তিনি সেখান থেকে টিকিট পাননি। এবার নির্বাচনে দেবেন্দ্র ঝাজারিয়া জয়ী হয় কি না সেটাই দেখার বিষয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দেশের হয়ে অলিম্পিকে সোনা জিতেছেন দু'বার, সেই ক্রীড়াবিদকে প্রার্থী করল বিজেপি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement