Shoaib Akhtar: ১০০ কোটি টাকার 'কেস' শোয়েব আখতারের নামে! বিরাট বিপদ, পাকিস্তানে তোলপাড়

Last Updated:

বড় সমস্যায় শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসবিদ নওমান নিয়াজ এবার শোয়েব আখতারের বিরুদ্ধে তাঁকে বদনাম করার অভিযোগ এনেছেন।

News18
News18
নয়াদিল্লি: বড় সমস্যায় শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসবিদ নওমান নিয়াজ এবার শোয়েব আখতারের বিরুদ্ধে তাঁকে বদনাম করার অভিযোগ এনেছেন। পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্ক (PTV)-এর প্রাক্তন ক্রীড়া পরিচালক ড. নিয়াজ এদিন শোয়েব আখতারকে মানহানির নোটিস পাঠিয়েছেন।
নওমান নিয়াজ পাকিস্তান দলের সাথে কাজ করেছেন। আর শোয়েব টক শো-তে তাঁকে ‘কিট ম্যান’ বলেছিলেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত আখতার একটি পডকাস্টে বলেছিলেন, ‘ড. নিয়াজ মূলত আমাদের জন্য ব্যাগ এবং সামগ্রী বহন করতেন।’ আখতার যখন পাকিস্তান দলের হয়ে খেলতেন, তখন ড. নিয়াজ কিছু সফরে পাকিস্তান দলের ডেটা বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন।
advertisement
শোয়েব আখতার দলের কোচ এবং ম্যানেজারদের ভূমিকার সমালোচনা করে বলেছিলেন কীভাবে ড. নিয়াজ খেলোয়াড়দের ব্যাগ বহন করার জন্য দলে ছিলেন! তিনি বলেছিলেন, ‘তিনি দলে এই কাজটাই করতেন। আমি তাঁর অন্য কোনও কাজের বিষয়ে জানি না।’
advertisement
আরও পড়ুন- ‘চ্যাম্পিয়ন না হলে ডিভোর্স দেব’, ফাইনালের আগেই চাপ বাড়ল কোহলিদের? কে দিল এই বার্তা?
সরকারি মালিকানাধীন PTV-এর প্রাক্তন ক্রীড়া পরিচালক নওমান নিয়াজ এর পর শোয়েব আখতারের বক্তব্যে আপত্তি জানিয়েছেন। নিয়াজের আইনজীবী এই নোটিসে ১৪ দিনের মধ্যে বিনা শর্তে ক্ষমা চাইতে বলেছেন। নোটিসে বলা হয়েছে, ক্ষমা না চাইলে তাঁকে আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের মুখোমুখি হতে হবে।
advertisement
শোয়েব আখতার এবং নওমান নিয়াজের মধ্যে আগেও ঝামেলা হয়েছে। ইমরান খানের সরকারের সময়ে নিয়াজ একটি ছোটখাটো বিতর্কের পরে আখতারকে PTV তে লাইভ শো ছেড়ে যেতে বলেছিলেন। একজন মন্ত্রীর হস্তক্ষেপে তিনি পরে এই আখতারের কাছে ক্ষমা চেয়েছিলেন। এর পর সেই ঝামেলা মিটেও যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar: ১০০ কোটি টাকার 'কেস' শোয়েব আখতারের নামে! বিরাট বিপদ, পাকিস্তানে তোলপাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement