IPL 2025 Final: 'চ্যাম্পিয়ন না হলে ডিভোর্স দেব', ফাইনালের আগেই চাপ বাড়ল কোহলিদের? কে দিল এই বার্তা?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Final: ক্রিকেট শুধু খেলা নয়, আবেগ। আইপিএলের মঞ্চে সেই আবেগ আরও কয়েকগুণ বেড়ে যায়। সমর্থকরাই হয়ে ওঠেন দলের প্রাণ। এমনই এক চিত্র ধরা পড়ল মুলানপুরে, অষ্টাদশ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে।
ক্রিকেট শুধু খেলা নয়, আবেগ। আইপিএলের মঞ্চে সেই আবেগ আরও কয়েকগুণ বেড়ে যায়। সমর্থকরাই হয়ে ওঠেন দলের প্রাণ। এমনই এক চিত্র ধরা পড়ল মুলানপুরে, অষ্টাদশ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৮ উইকেটে হারায় পাঞ্জাব কিংসকে। ফাইনালের টিকিট নিশ্চিত করে আরসিবি। আর সেই ম্যাচেই ভাইরাল হলেন এক মহিলা সমর্থক।
ওই মহিলার হাতে থাকা হলুদ রঙের পোস্টারে হিন্দিতে লেখা ছিল, “আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেব।” লাল শাড়ি পরিহিতা ওই মহিলার ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে এই পোস্টার ঘিরে তৈরি হয় হাস্যরসের ঢেউ। কেউ লিখেছেন, “আরসিবি জিতুক বা না-ই জিতুক, ডিভোর্স তো হয়েই যাবে!” কেউ আবার বলেছেন, “এটাই ফ্যানেদের আসল ভালোবাসা!”
advertisement

advertisement
উল্লেখ্য, ২০০৯, ২০১১ এবং ২০১৬— এই তিনবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে আরসিবির। তাই এবারের সুযোগ আর হাতছাড়া করতে নারাজ সমর্থকরা। প্ল্যাকার্ডধারী ওই মহিলার মতো অগণিত অনুরাগী চান, এবার যেন চূড়ান্ত সাফল্য ধরা দেয় প্রিয় দলের হাতে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল নেট দুনিয়ায়
advertisement
যদিও ‘ডিভোর্স’-এর হুমকি নিছক রসিকতা, তবে তাতে আরসিবি প্রেমের অন্তর্নিহিত গভীরতা স্পষ্ট। এমন এক উন্মাদনার মুহূর্তেই প্রমাণিত— ক্রিকেট শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদেরও যুদ্ধ। ৩ জুন আইপিএল ফাইনালে নামবে আরসিবি। অবশেষে কোহলিদের ট্রফির খরা কাটে কিনা তার জন্য দিন কয়েকের অপেক্ষা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 6:40 PM IST