Seema Haider: পাকিস্তানি ভাবি সীমার বিরাট কোহলিকে পছন্দ! সচিনের থেকেও প্রিয় কিং
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সীমা হায়দার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলির বিশাল ভক্ত তিনি
দিল্লি: পাকিস্তানি ভাবি সীমা হায়দার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলির বিশাল ভক্ত তিনি। পাকিস্তানে থাকার সময় থেকেই কোহলিকে পছন্দ করেন তিনি। শুধু তিনি নন, এই মুহূর্তে পাকিস্তানে এমন কোনও ক্রিকেটপ্রেমী নেই যাদের পছন্দের নায়ক নন কোহলি। সীমা জানিয়েছেন তিনি ক্রিকেট দেখেন। তার কাছে ভারত পাকিস্তান দুই দেশ সমান। জন্ম এবং বেড়ে ওঠা পাকিস্তানে।
কিন্তু এখন ভারত তার নিজের দেশ। পাকিস্তানে আর ফিরে যেতে চান না বহুবার বলেছেন। এমনকি প্রশ্ন কর্তা যখন তাকে জিজ্ঞেস করেন সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি কাকে এক নম্বরে রাখবেন, সীমা বলেন অবশ্যই কোহলি। সুযোগ হলে ওর সঙ্গে দেখা করার স্বপ্ন আছে। গ্রেটার নয়ডার রাবুপুরায় সচিন মীনার বাড়িতে দিনভর মিডিয়ার ভিড় লেগেই থাকে ৷
advertisement
સીમાને ગમે છે ભારતીય ક્રિકેટર #SeemaHaidar #cricketer #ViratKohli https://t.co/eWxTn26vFe
— News18Gujarati (@News18Guj) July 21, 2023
advertisement
শুক্রবারও ছিল ৷ প্রচণ্ডে গরমে সাক্ষাৎকার দিতে দিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে বাড়ির লোকেরা জানিয়েছেন ৷ সেই কারণে তাঁর চিকিৎসার প্রয়োজন পড়ে ৷ তবে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়নি ৷ কিন্তু শনিবার বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷ সেই কারণে এ দিন তাঁর সঙ্গে মিডিয়ার কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ৷
advertisement
তার এবং তার প্রেমিক মিনার ওপর পুলিশ এবং ভারতের বিভিন্ন এজেন্সির নজরদারি বজায় আছে। পাশাপাশি তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে নাকি ভারতে রেখে দেওয়া হবে এই প্রসঙ্গে সরকার কিছু জানায়নি। তবে পাকিস্তানি ভাবির ওপর থেকে সন্দেহের চোখ সরানো হবে না এই ব্যাপারটা পরিষ্কার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 4:49 PM IST